সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির লোগো দিয়ে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে যেখানে লেখা রয়েছে, "পদত্যাগের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী"। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
৫ ঘন্টা আগে 'Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য' নামে একটি ফেসবুক গ্রুপে 'Md Naiam Uddin' নামের একটি আইডি থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির লোগো যুক্ত একটি গ্রাফিক ছবি পোস্ট করে লেখা হয়, "আমি কিছু বলি নাই ৭১ টিভি বলছে"। একাত্তর টিভির লোগো যুক্ত গ্রাফিক ছবিটিতে লেখা থাকতে দেখা যায়, "পদত্যাগের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে আসছেন এরকম একটি সংবাদ একাত্তর টিভি গ্রাফিক ছবি বা ফটোকার্ডের মাধ্যমে প্রচার করেছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। একাত্তর টিভি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচ্য সংবাদটি তারা প্রকাশ করেনি বলে নিশ্চিত করেছে। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছেন এমন কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন ভার্সনের ওয়েবসাইটে ৫ ঘন্টা আগে "নির্বাচন নিয়ে চাপ নেই: প্রধানমন্ত্রী" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভালো পরিবেশে ভোট দিয়েছে, ভবিষ্যতে ভালোভাবে ভোট দিতে পারবে। নির্বাচন নিয়ে কোনো চাপ নেই।" তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দেওয়ার কোনো বক্তব্য ওই সংবাদে খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ৪ ঘন্টা আগে "জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচন: প্রধানমন্ত্রী" শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, তারা অংশগ্রহণ করলে বৈধ হবে, আর অন্য কেউ অংশগ্রহণ করলে হবে না, এটা তো হতে পারে না। অংশগ্রহণ মানে হলো জনগণের অংশগ্রহণ। জনগণ ভোট দেবে, সেই ভোটে যারা নির্বাচিত হবে তারা সরকারে আসবে।' তবে, প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো সংবাদ ওই প্রতিবেদনেও খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করছেন এমন কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, আলোচ্য গ্রাফিক ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে একাত্তর টিভি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জানায়, ভিন্ন একটি গ্রাফিক ছবি এডিটের মাধ্যমে বিকৃত করে ভুয়া ওই গ্রাফিক কার্ডটি প্রচার করা হচ্ছে। একাত্তর টিভির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য গ্রাফিক কার্ডটি একাত্তর টিভির তৈরি নয় বরং একাত্তর টিভির একটি ফটোকার্ডকে এডিটের মাধ্যমে প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন লিখে প্রচার করা হচ্ছে।
সুতরাং একাত্তর টিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড এডিট করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।