সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মারা গেছেন। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৫ আগস্ট 'Anowar Haldar' নামের একটি ফেসবুক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "ভারতের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী নেই তিনি না ফেরার দেশে চলে গেছেন" পোস্টের স্ক্রিনশট দেখুন--
উল্লেখ্য, ফেসবুকের পোস্টে জুড়ে দেয়া খবরের লিংকে প্রবেশ করলে দেখা যায়, সেখানে কোনো খবর নেই।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মিঠুন চক্রবর্তীর মৃত্যুর খবরটি ভিত্তিহীন।
কী-ওয়ার্ড সার্চ করে, ভারতীয় বাংলা সংবাদ চ্যানেল টিভি৯ বাংলায় গত ৭ আগস্ট "একসঙ্গে গঙ্গায় স্নান, হুল্লোড়-আনন্দ, জমে উঠল মিঠুন-দেবের রসায়ন" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, অভিজিৎ সেনের পরবর্তী ছবি 'প্রজাপতি'তে দেখা যাবে মিঠুন ও দেবকে। এই ছবির শ্যুটিংয়ে অংশ নিতে বেনারসে গিয়েছেন মিঠুন। স্ক্রিনশট দেখুন--
একই খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া'র ৭ আগস্টের একটি প্রতিবেদন থেকেও জানা যায়। পাশাপাশি, ভারতীয় কোনো সংবাদমাধ্যম বা অভিনেতা মিঠুন যে রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের পক্ষ থেকেও তার মৃত্যু সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়না। জনপ্রিয় অভিনেতা মিঠুনের মৃত্যু হলে স্বাভাবিকভাবেই ভারতের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হওয়ার কথা। নানাভাবে সার্চ করেও তাঁর মৃত্যু হয়েছে বলে এমন কোনো সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি।
অর্থাৎ মিঠুন চক্রবর্তীর মৃত্যুর খবরটি ভিত্তিহীন।
ছবির উৎস
রিভার্স ইমেজ সার্চ করে আলোচ্য খবরের সাথে যুক্ত করা ছবিটি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা'র একটি খবরে খুঁজে পাওয়া যায়। গত ৩০ এপ্রিল "মিঠুন চক্রবর্তী অসুস্থ! এমন খবর ছড়িয়ে পড়েছে, সঙ্গে ছবিও, আসলে কেমন আছেন তিনি" শিরোনামে ওই খবরে বলা হয়, তৎকালে কিডনিতে স্টোন ধরা পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন, পরে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন। স্ক্রিনশট দেখুন--
ইন্ডিয়া টুডের আরেকটি খবর সূত্রে জানা যায়, তখন হাসপাতালের বেডে শুয়ে থাকা এই অভিনেতার ছবিটি সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর খবর সহ ছড়িয়ে পড়লে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমো তাঁর বাবার শারীরিক সুস্থতার কথা নিশ্চিত করেন। স্ক্রিনশট দেখুন--
সুতরাং মিঠুন চক্রবর্তীর মৃত্যুর ভুয়া খবর প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর