HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

টিকটকের প্রতিষ্ঠাতার নামে ভুয়া মন্তব্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ঝাং ইয়েমিং এ জাতীয় কোনো মন্তব্য করেননি বরং কোনো তথ্যসূত্র ছাড়াই দাবিটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

By - Tausif Akbar | 6 Feb 2024 5:00 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিন একটি কনফারেন্সে বলেছেন মানসিকভাবে অস্থির ও বেকার লোকদের জন্য তিনি টিকটক তৈরি করেছেন আর এধরনের মানুষের সংখ্যা ভারতে সবচেয়ে বেশি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে

গত ১ জানুয়ারি 'Hassan Ali Rony' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে "ইনি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিন। একটি প্রেস কনফারেন্সে বলেন তিনি টিকটক অ্যাপটি কেবল মানসিকভাবে অস্থির ও বেকার লোকদের জন্য তৈরি করেন। এবং তিনি হেসে বলেন তিনি ভাবতে পারেননি এই ধরনের মানুষের সংখ্যা ভারতে সবথেকে বেশি" লেখা সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



 ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং'য়ের নামে কোনো রকম তথ্যসূত্র ছাড়াই বিভ্রান্তিকরভাবে এই দাবিটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় সম্প্রচার মাধ্যম 'রিপাবলিক টিভি'-এর ওয়েব সংস্করণে ২০২০ সালের ১০ জুন "Did TikTok founder Zhang Yiming say Indian Tiktok users were 'unstable'?" শিরোনামে প্রকাশিত একটি তথ্য যাচাই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিকটকের প্রতিষ্ঠাতা এমন কোনো মন্তব্য করেননি। অনুসন্ধানে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে এই বিষয়ের সত্যতা পাওয়া যায়না (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



একইভাবে সার্চ করে ঝাং ইয়েমিং এর এমন মন্তব্য নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমসহ গ্রহণযোগ্য কোনো সূত্রে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।  

পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে তথ্য যাচাই প্রতিষ্ঠান 'Hoax or Fact'-এ ২০২০ সালের জুনে "Tik Tok Founder Zhang Yiming Calls Indians Jobless, Unstable: Fact Check" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিকটকের প্রতিষ্ঠাতা এমন কোনো মন্তব্য করেননি। উল্লেখিত দাবিটি মিথ্যা (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ টিকটকের প্রতিষ্ঠাতা এমন কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য ইন্টারনেটের বিভিন্ন মিডিয়া-তারকা গসিপ ভিত্তিক সাইটে এই দাবিটি যথাযথ সূত্র বিহীনভাবে (, ) প্রচারিত হতে দেখা গেছে। তবে কোনো সাইটেই ঝাং ইয়েমিং কবে, কোথায় এমন মন্তব্য করেছেন সে বিষয়ে কিছুই উল্লেখ করা নেই।

সুতরাং ফেসবুকে টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিংয়ের নামে কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories