সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৯ নভেম্বর 'Boba Shakkhi TV' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "নির্বাচনের তফসিল বাতিল করা হলো | পত্রে স্বাক্ষর করলেন সিইসি | সেনাবাহিনীর হাতে ধরা খেলো শেখ হাসিনা | দেশে চাপ আসতেছে | #news #khobor #topnews #নির্বাচন #যুক্তরাষ্ট্রের_খবর #পিটারহাস #boba_shakkhi_tv"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল বাতিল ঘোষণা করা হয়নি। তবে, তফসিল বাতিলের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন চালিয়ে যাচ্ছে।
শিরোনামে তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে লেখা হলেও আলোচ্য পোস্টের ভিডিওটি পর্যবেক্ষণ করে এরমধ্যে এ সংক্রান্ত কোনো তথ্য বা খবর পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের অনলাইন ভার্সনে গত ১৭ ডিসেম্বর "ঢাকায় ইসি অভিমুখী বাম জোটের মিছিলে পুলিশের বাধা" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।" স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে "সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে নির্বাচনের দাবি ৪০ বিশিষ্ট নাগরিকের" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, "সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুনভাবে জাতীয় নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৪০ জন বিশিষ্ট নাগরিক। এক যৌথ বিবৃতিতে নির্বাচনের তফসিল বাতিল করে সংবিধানের ১২৩ (৩) (খ) অনুচ্ছেদ অনুসারে জানুয়ারির তৃতীয় সপ্তাহে জাতীয় সংসদ ভেঙে দিয়ে এর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান আয়োজনের দাবি জানিয়েছেন তাঁরা।"। স্ক্রিনশট দেখুন--
তবে, তফসিল বাতিলের দাবিতে আন্দোলন এবং বিশিষ্ট ব্যক্তিদের তফসিল বাতিল করে নতুনভাবে নির্বাচন পরিচালনা করার পরামর্শের সংবাদ খুঁজে পাওয়া গেলেও বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে তফসিল বাতিল ঘোষিত হওয়ার কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ঘোষিত হলে, অত্যন্ত স্বাভাবিকভাবেই তা খুবই গুরুত্বের সাথে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা।
সুতরাং তফসিল বাতিলের ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।