HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সুড়ঙ্গ সিনেমার পোস্টারের ছবি এডিট করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, সুড়ঙ্গ সিনেমার পোস্টারের ছবিকে এডিট করে তুফান সিনেমার পোস্টারের ছবি যুক্ত করে দেওয়া হয়েছে।

By - Tausif Akbar | 28 Jan 2024 2:40 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে শাকিব খানের নির্মিতব্য 'তুফান' সিনেমার বাঁধাইকৃত পোস্টারের ছবি পোস্ট করে বলা হচ্ছে, অভিনেতা আফরান নিশো শাকিব খানের সিনেমার পোস্টার প্রোমোশন করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২৬ জানুয়ারি 'AH Tufan Documentary' নামের ফেসবুক পেজ থেকে "What is this Bro....অবশেষে দ্যা লাস্ট এ্যান্ড বিগ সুপারস্টার শুধু শাকিব খান, মানতে বাধ্য হলেন মিঃ নিশো ভাই। আপনার ভক্তদের বলুন আপনি ভুল থেকে সঠিক পথে এসেছেন, তারাও যেন আসে। অবশ্য সবাই লাইন ধরেছে, ম্যাজিক ম্যান রায়হান রাফি ভাই কে ধন্যবাদ। শাকিব খান জিন্দাবাদ" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত বছরের জুন মুক্তিপ্রাপ্ত 'সুড়ঙ্গ' সিনেমার প্রমোশনের একটি ছবিকে এডিট করে 'তুফান' সিনেমার পোস্টারের ছবি যুক্ত করে দেওয়া হয়েছে। 

রিভার্স ইমেজ সার্চ করে চলচ্চিত্র পরিচালক 'রায়হান রাফি' এর ভেরিফাইড ফেসবুকে একাউন্ট থেকে ২০২৩ সালের ২৮ জুন মূল ছবিটি সহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ ছবিটি তোলা হয়েছিল ২০২৩ সালের ২৮ জুন কিংবা তার আগে।

সামাজিক মাধ্যমে প্রচারিত আলোচ্য ছবিটি (বামে) এবং ২০২৩ সালের ২৮ জুন পরিচালক রায়হান রাফির ভেরিফাইড ফেসবুক একাউন্টে প্রকাশিত মূল ছবির (ডানে) তুলনামূলক চিত্র দেখুন-




পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে দৈনিক 'আজকের পত্রিকা'র অনলাইন সংস্করণে ২০২৩ সালের ১১ ডিসেম্বর '‘রাফীর পরিচালনায় শাকিবের তুফান'’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, "১১ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে তুফান সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়"

প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে পরিচালক রাহয়ান রাফির ভেরিফাইড ফেসবুক একাউন্ট ও শাকিব খানের ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্টে ২০২৩ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত 'তুফান' সিনেমার আলোচ্য পোস্টারটি যুক্ত পোস্ট পাওয়া যায়। শাকিব খানের ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্টের পোস্টটি দেখুন--



এখানে 'তুফান' সিনেমার পোস্টারটি প্রথম প্রকাশ করা হয় ২০২৩ সালের ডিসেম্বরে। এদিকে আলোচ্য পোস্টের মূল ছবিটি তোলা হয়েছে তার কয়েকমাস আগে (২০২৩ এর জুনে)। তাই ২০২৩ সালের জুনে 'তুফান' সিনেমার পোস্টার'সহ ছবি তোলা বাস্তবসম্মত নয়।

অর্থাৎ গত বছরের জুন মাসে 'সুড়ঙ্গ' সিনেমার প্রমোশনের একটি ছবিকে এডিট করে নির্মিতব্য 'তুফান' সিনেমার পোস্টার বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে 'তুফান' সিনেমার পোস্টারযুক্ত একটি এডিটেড ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories