সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপ থেকে দুটি ছবির একটি কোলাজ পোস্ট করে ছবি দুটি একই ব্যক্তির বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১২ আগস্ট 'It's Ok;' নামে একটি ফেসবুক পেজ থেকে দুটি ছবির একটি কোলাজ পোস্ট করে বলা হয়, "এই ছেলেটাই যে এই মেয়ে তা এতোদিন না জানা আমি 🙂"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। পোস্টে যুক্ত ছবিতে দেখানো দুজন ব্যক্তি এক নন। কোলাজ ছবিটিতে যুক্ত প্রথম ছবিটি বলিউডে 'তারে জামিন পার' সহ একাধিক চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা দর্শিল সাফারির। আর দ্বিতীয় ছবিটি অভিনেত্রী কল্কি কোয়েচলিনের।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে penpaperstorm.com নামের একটি ওয়েবসাইটে "Like Stars on Earth" শিরোনামে একটি নিবন্ধে পোস্টে যুক্ত দুটি ছবির প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধটি থেকে জানা যায়, বলিউডের আরেক অভিনেতা আমির খান অভিনীত ও পরিচালিত 'তারে জামিন পার' চলচ্চিত্রে অভিনয় করা ওই শিশুশিল্পীর নাম দর্শিল সাফারি। স্ক্রিনশট দেখুন--
দর্শিল সাফারির সাম্প্রতিক ছবি দেখুন এখানে।
অন্যদিকে, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সুপারস্টার বায়ো নামে একটি ওয়েবসাইটে "Kalki Koechlin – Biography, Facts & Life Story" শিরোনামে একটি নিবন্ধে আলোচ্য পোস্টের দ্বিতীয় ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধটি থেকে জানা যায়, ছবিটি অভিনেত্রী কল্কি কোয়েচলিনের। স্ক্রিনশট দেখুন--
কল্কি কোয়েচলিন সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে।
অর্থাৎ আলোচ্য পোস্টে কোলাজ ছবিটি দু'জন পৃথক ব্যক্তির, এক ব্যক্তির নয়।
সুতরাং বলিউডের এক সময়ের শিশু অভিনয় শিল্পী দর্শিল সাফারী ও বর্তমান বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিনের কোলাজ ছবি দিয়ে তা একই ব্যক্তির বলে দাবি করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।