সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু পোস্টে বিশ্বের অন্যতম ধনী দম্পতি বিল গেটস ও মেলিন্ডা গেটসের সাম্প্রতিক বিবাহ-বিচ্ছেদ কে কেন্দ্র করে একটি স্ক্রীনশট ছড়ানো হচ্ছে যেখানে বিল গেটসের নামে একটি টুইট দেখা যায়। স্ক্রীনশটের টুইটটিতে লেখা রয়েছে-
'She was Cheating on me!
এই টুইটটি স্পষ্টত: বিল ও মেলিন্ডার বিচ্ছেদের প্রকাশ্য ঘোষণা। তবে সেখানে মেলিন্ডাকে নিয়ে দীর্ঘ ২৭ বছরে তিন সন্তান লালন পালনের পাশাপাশি একসাথে ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে দুজনের অবদানের কথা উল্লেখ করা হয়েছে। সেই সাথে আগামীতে ফাউন্ডেশনের জন্য একসাথে কাজ করার কথাও বলেছেন।
তাছাড়া বিল গেটস যদি এরকম কোন টুইট করে থাকেন এবং তা মুছেও ফেলেন, তবুও দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে তা প্রকাশিত হতো। কিন্তু এ পর্যন্ত কোথাও এরকম কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তার সদ্য সাবেক স্ত্রী মেলিন্ডা মিলে দাতব্য প্রতিষ্ঠান 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন' গড়ে তোলেন। এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছে। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এ ফাউন্ডেশন।
ফোর্বস সাময়িকীর তথ্যমতে, ১২৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক বিল গেটস বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন।