HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি ইউক্রেন প্রেসিডেন্টের বাসভবনে রুশ অভিযানের ভিডিও নয়

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৬ সালে মেক্সিকান মাদক ব্যবসায়ী জোয়াকিন গুজম্যানের বাড়িতে পুলিশি অভিযানের ফুটেজ এটি।

By - Md Abdullah Khan | 19 March 2022 10:21 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি কমব্যাট অপারেশনের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি রুশ সেনা কর্তৃক ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবনে অভিযানের দৃশ্য। ভিডিওতে দেখা যায় ইউনিফর্ম পরা কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ঘরের দরজা ভেঙে প্রবেশ করছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৬ মার্চ 'Ahmed Sultan' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয় "ইউক্রেন প্রেসিডেন্টের বাসায় রাশিয়ান মিলিটারিদের হামলার ভিডিও প্রকাশ!" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে 

ফ্যাক্ট চেক:

কিন্তু বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি অসত্য। মূলত মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া ড্রাগ কার্টেল নেতা 'এল চাপো' বা জোয়াকিন গুজম্যানের বাড়িতে পুলিশি অভিযানের ফুটেজকে বিভ্রান্তিকরভাবে ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবনে রুশ অভিযান বলে দাবি করা হচ্ছে।

ভিডিও থেকে কি ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লিপটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৬ সালের ১৩ জানুয়ারি আপলোড করা হয়েছে। ইউটিউব ভিডিওর বিবরণ থেকে জানা যায়, ফুটেজটি ২০১৬ সালের ৮ জানুয়ারি গুজম্যানকে গ্রেফতার অভিযান পরিচালনার সময় অভিযানকারীদের শরীরে যুক্ত ক্যামেরায় ধারণ করা হয়েছে। মূলত এই ভিডিওকেই ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে মিরর (উল্টো) করে ব্যবহার করা হয়েছে।

Full View

এই সূত্রধরে সার্চ করে, ২০১৬ সালের ১২ জানুয়ারি ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদনেও একই রকম ফুটেজ প্রকাশিত হতে দেখা যায়।

Full View

অর্থাৎ এটি ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবনে হামলার দৃশ্য নয়। 

প্রসঙ্গত, 'এল চাপো' মানে 'বেঁটে', গুজম্যান ওরফে এল চাপো মেক্সিকোর অন্যতম প্রভাবশালী মাদক ব্যবসায়ী এবং তার পরিচালিত মাদক কার্টেল 'সিনালোয়া' বিশ্বের বিভিন্ন জায়গায় মাদক চোরাচালানের বৃহত্তম উৎসগুলোর একটি হয়ে উঠেছিল। ২০১৫ সালে মেক্সিকোর একটি কারাগার থেকে সুরঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর ২০১৬'র জানুয়ারিতে পুনরায় গ্রেপ্তার হন গুজম্যান

উল্লেখ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত ইউক্রেনের রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিতে পারেনি রাশিয়ান বাহিনী।

সুতরাং ২০১৬ সালে 'এল চাপো' খ্যাত মেক্সিকান মাদক ব্যবসায়ী গুজম্যানের বাড়িতে চালানো পুলিশি অভিযানের ফুটেজকে ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবনে রুশ বাহিনীর হামলা বলে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর। 

Tags:

Related Stories