HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মক্কায় তুষারপাতের এই ভিডিওটি এডিট করা

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির অফিসিয়াল মুখপাত্র নিশ্চিত করেছেন তুষারপাতের ভিডিওটি এডিট করা।

By - Md Abdullah Khan | 6 Jan 2023 9:02 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে দাবি করা হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো মক্কা শরীফে তুষারপাত হয়েছে। ভিডিওটিতে মক্কায় অবস্থিত পবিত্র কাবা ঘরের পাশে তুষারপাত হতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২ জানুয়ারি 'Arman Ahmed' নামের একটি ফেসবুক আইডি থেকে থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ইতিহাসে প্রথমবারের মতো মক্কা শরীফে তুষারপাত হয়েছে"। পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি এডিট করা।

কী ওয়ার্ড ধরে সার্চ করে প্রথমেই সংবাদ মাধ্যম খালিজ টাইমসে "Viral video shows snowfall in Makkah's Grand Mosque; authority clarifies" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকে কর্তৃপক্ষের বরাতে জানা যায়, কাবা শরিফের আশেপাশে তুষারপাতের এই ভিডিওটি ডিজিটালি সম্পাদিত। মূলত স্পেশাল ইফেক্ট ও ফিল্টার ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


ভিডিওটি যে এডিট করা হয়েছে তা সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির অফিসিয়াল মুখপাত্র হুসাইন আল কাহতানী টুইট করেও জানান। টুইটে তিনি লেখেন , The rolling video of snow falling on #SacredMosque is not correct and has been processed with additional effects ( স্বয়ংক্রিয় অনুবাদ)।

একই তথ্য প্রকাশ করা হয় আরাবিয়া ওয়েদার নামের আরেকটি আবহওয়া বিষয়ক টুইটার একাউন্টেও।

পাশাপাশি, ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির সূত্র ব্যবহার করে ভিডিওটি খণ্ডন করে সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটও। দেখুন-- 

অর্থাৎ ভিডিওটি স্পেশাল ইফেক্ট বা ফিল্টার ব্যাবহার করে এডিট করে তৈরি করা হয়েছে। বাস্তবে কাবা শরিফে তুষারপাতের ঘটনা ঘটেনি।

তবে সৌদি আরবে তুষারপাতের ঘটনা বিরল নয়। গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদির তাবুক শহরে ব্যাপক তুষারপাতের খবর প্রকাশ হয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক সংবাদমাধ্যমে

ভিডিওটি ডিজিটাল সংবাদ প্লাটফর্ম মাশাবেল ডটকমের মধ্যপ্রাচ্য সংস্করণ, রয়টার্স ফ্যাক্টচেক সহ একাধিক সংস্থা যাচাই করেছে।

সুতরাং মক্কায় তুষারপাতের দাবি করে এডিট করা ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories