সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। ভিডিওটিতে আরবের পোশাক পরিধান করা এক ব্যক্তিকে হরে কৃষ্ণ গান গাইতে শোনা যায়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৬ অক্টোবর 'Subhash Saha' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "সৌদি আরবে সনাতন ধর্মের জয়জয়কার ❗"। ভিডিওটিতে আরবের পোশাক পরে থাকা এক ব্যক্তিকে হরে কৃষ্ণ গান গাইতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটিতে দেখানো ব্যক্তির নাম আব্দুল মাজিদ আব্দুল্লাহ এবং তিনি একজন সঙ্গীতশিল্পী। একটি কনসার্টে তার গাওয়া একটি আরবী গানকে এডিট করে ভিন্ন অডিও বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটিতে থাকা জলছাপের সূত্রে এবং ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'radwan.vd' নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির দৃশ্য হুবহু এক থাকলেও ভিডিওটিতে থাকা অডিওর সাথে আলোচ্য ভিডিওটির মিল দেখতে পাওয়া যায়নি। ইন্সটাগ্রাম ভিডিওটি দেখুন--
উপরের ভিডিওর সূত্র ধরে আরো কি-ওয়ার্ড সার্চ করে 'Abdul Majeed Abdullah' নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৭ মে "عبدالمجيد عبد الله - هلا بش" শিরোনামে প্রচারিত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে এক শিল্পীকে আরবী ভাষায় গান গাইতে দেখা যায়। ভিডিওটির ডেস্ক্রিপশান থেকে জানা যায়, আব্দুল মাজিদ আব্দুল্লাহ নামে একজন সংগীতশিল্পীর গাওয়া গান উক্ত ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টে যুক্ত ভিডিওটিতে হরে কৃষ্ণ জপ করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আব্দুল মাজিদ আব্দুল্লাহ নামের এক সঙ্গীতশিল্পীর গাওয়া গানের ভিডিওতে ভিন্ন অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং আরবী গানের ভিডিওকে এডিট করে হরে কৃষ্ণ জপের অডিও যোগ করে প্রচার করা হচ্ছে ফেসবুক, যা বিভ্রান্তিকর।