HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পাকিস্তানের দ্য ডন পত্রিকার সংবাদ দাবিতে এডিটেড ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ১৯৭৮ সালের ৫ সেপ্টেম্বর ডন পত্রিকা এই সংবাদ প্রকাশ করেনি, পাকিস্তানের পতাকা যুক্ত ছবিটিও এডিটেড।

By - Tausif Akbar | 24 Feb 2024 4:05 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম 'দ্য ডন' পত্রিকায় ১৯৭৮ সালের ৫ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সহ "Return to the Pak era" শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ৭ ফেব্রুয়ারি 'আবুল কালাম' নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দৃশ্যত জিয়াউর রহমানের ছবি সহ পাকিস্তানের ডন পত্রিকার প্রকাশিত "Return to the Pak era" শিরোনামে একটি খবরের কাটিং সদৃশ একটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, "মীরজাফরদের শেষ পরিনতি ইতিহাসেই পড়ছি, হয়তো জীবন দশায় এই বিংশ শতাব্দীর মীরজাফরদের মিশে যাওয়া দেখে যেতে পারবো!! সরকারের উচিত হবে এই আগামী নতুন প্রজন্ম যেন এদের কোন ইতিহাস না জানে এবং না পড়ে এরা পরাজিত পাকিস্তানের একটি গোষ্ঠী, ইতিহাসের কোন জায়গায় যেন এদের ঠাই না হয়।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পাকিস্তানের দ্য ডন পত্রিকার ১৯৭৮ সালের ৫ সেপ্টেম্বরের সংখ্যায় "Return to the Pak era" শিরোনামের কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। এছাড়া আলোচ্য ছবিটিতে জিয়াউর রহমানের পেছনে পাকিস্তানের পতাকার ছবিটি এডিট করে যুক্ত করা হয়েছে।

"Return to the Pak era", 'The Dawn' কি-ওয়ার্ডসহ আলোচ্য ছবিতে প্রদর্শিত তারিখের খবর অনুযায়ী সার্চ করে দ্য ডন পত্রিকায় এমন কোনো সংবাদ, অন্যান্য কোনো গ্রহণযোগ্য মাধ্যমে দ্য ডন এর এই সংবাদের বিষয়ে কোনো তথ্য কিংবা এ বিষয়ে কোনো আর্কাইভ পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম 'চ্যানেল আই' এর অনলাইন সংস্করণে ২০১৭ সালের ৪ নভেম্বর "৭ নভেম্বর নিয়ে জাসদের বিভ্রান্ত বিপ্লবের জটিল সমীকরণ" শিরোনামে আলোচ্য ছবিটির মূল ছবি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, অনলাইন সংবাদ বিষয়ক সাইট 'নাগরিক বার্তা'-এ ২০২০ সালের ১৯ জানুয়ারি আলোচ্য ছবির মূল ছবিটি সহ আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আলোচ্য ছবি (বামে) এবং গণমাধ্যমে পাওয়া মূল ছবির (ডানে) তুলনামূলক পার্থক্য দেখুন--



অর্থাৎ আলোচ্য ছবিটিতে পাকিস্তানের পতাকা এডিট করে যুক্ত করা হয়েছে।

এই বিষয়ে জানতে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন পত্রিকার সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। ডন পত্রিকার বার্তা সম্পাদক হাসান বেলাল জায়েদী উক্ত পত্রিকার ১৯৭৮ সালের ৫ সেপ্টেম্বরের আর্কাইভ সংখ্যা বুম বাংলাদেশকে প্রেরণ করে জানান, "ঐ দিনের দ্য ডন পত্রিকায় আলোচ্য ছবির প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আলোচ্য ছবির টাইপফেস এবং বিন্যাস সে সময়ের দ্য ডন পত্রিকার স্টাইলশীটের সাথেও মেলে না। এই ভিত্তিতে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, ভাইরাল ফটোগ্রাফটি এডিট করে তৈরি করা হয়েছে। এছাড়াও, আলোচ্য "Return to the Pak era" শিরোনামটি ডনের সম্পাদকীয় নীতির সাথে অসঙ্গতিপূর্ণ, কারণ আমরা (পত্রিকায়) 'Pakistan' শব্দটিকে সংক্ষেপে 'Pak' লিখি না।"

হাসান বেলাল জায়েদীর পাঠানো দ্য ডন পত্রিকার ১৯৭৮ সালের ৫ সেপ্টেম্বরের আর্কাইভ সংখ্যার (২৪ পৃষ্ঠার) কয়েকটি পৃষ্ঠার কোলাজ ছবি দেখুন--



অর্থাৎ দ্য ডন পত্রিকার ১৯৭৮ সালের ৫ সেপ্টেম্বরের সংখ্যায় "Return to the Pak era" শিরোনামে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। আলোচ্য ছবিটি এডিট করে দ্য ডন পত্রিকার সংবাদের আদলে তৈরি করা হয়েছে।

সুতরাং ফেসবুকে এডিটেড ছবি দিয়ে দ্য ডন পত্রিকার খবর দাবি করে বিভান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

Tags:

Related Stories