HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

লিওনেল মেসির ছবি যুক্ত করে এডিটেড ছবি ফেসবুকে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, একটি ছবিতে ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াসের মুখের স্থলে মেসির ছবি বসিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 19 Aug 2023 2:27 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের পেজ থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি ছবিতে অনেকের মাঝে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি উপস্থিত আছেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ২৬ মে 'Mirza Rohan' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করে লেখা হয়, "এর জন্যই কিং দেলোয়ার হোসেন মেসি বিশ্ব সেরা ❤️ লেভেল দেখো ব্রাজিল প্লেয়ার 😂😂 Leo Messi 💜"। ওই ডিজিটাল কার্ডে একটি ছবিতে অনেকের মাঝে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেখা যাচ্ছে। ছবিটির নিচে লেখা রয়েছে, "অনেক ফুটবলারই আছে যারা রিয়াল মাদ্রিদের ইতিহাস গড়ার কারিগর, কিন্তু কখনোই বিশেষ গ্যালারিতে ফ্লোরেন্তিনো পেরেজের পাশে বসতে পারেনি। এটা যুগান্তকারী একটা ছবি--স্প্যানিশ সাংবাদিক জোসেফ পেদ্রোরোল।" ওই ডিজিটাল কার্ডে বাংলাদেশের ক্রীড়া বিষয়ক একটি সংবাদমাধ্যম 'প্যাভিলিয়ন'-এর লোগো বসানো আছে। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত ডিজিটাল কার্ডের ছবিটি এডিটেড। গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে ব্রাজিলের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের মুখের স্থানে এডিট করে আর্জেন্টাইল তারকা ফুটবলার লিওনেল মেসির ছবি বসানো হয়েছে। এছাড়া, ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম প্যাভিলিয়নের ফেসবুক পেজে যে ডিজিটাল কার্ডটি প্রকাশ করা হয়, তাতে ব্রাজিলের ফুটবলার ভিনিসিয়াসের ছবিই দেখা যায়, মেসির নয়।

আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট গেটি ইমেজেসে "Real Madrid CF v Rayo Vallecano - LaLiga Santander" শিরোনামে আলোচ্য ছবিটি হুবহু খুঁজে পাওয়া যায়। ওই ছবির বর্ণনা অংশ থেকে জানা যায়, ছবিতে ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সাথে গ্যালারিতে পাশাপাশি বসে খেলা উপভোগ করছেন রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র।  স্ক্রিনশট দেখুন--


এবারে আলোচ্য ছবিটি (বামে) এবং গেটি ইমেজেসে প্রাপ্ত ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--


এছাড়াও, রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে "Vini Jr. watches the match alongside the president from the Santiago Bernabéu box" শিরোনামে একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটি একই দাবিতে খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--


মূলত গত ২৫ মে 'Pavilion' নামের একটি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ডিজিটাল কার্ডটি পোস্ট করা হয়। ওই ডিজিটাল কার্ডের ছবিটি এডিট করে ভিনিসিয়াসের স্থানে মেসির ছবি বসিয়ে তা ফেসবুকে প্রচার করা হয়। প্যাভিলিয়নের ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

অর্থ্যাৎ ডিজিটাল কার্ডের ছবিতে ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের চেহারার স্থলে লিওনেল মেসির চেহারা বসিয়ে আলোচ্য কার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং প্যাভিলিয়নের একটি ডিজিটাল কার্ড এডিট করে লিওনেল মেসির ছবি বসিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories