HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ভিডিও এডিট করে বিজেপির মঞ্চে শেখ হাসিনার ভাষণ দবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, এটি তিনটি ভিন্ন ভিডিও এডিট করে তৈরি, তন্মধ্যে একটি গত জুলাইয়ে ঢাকায় দেয়া হাসিনার বক্তব্যের ভিডিও।

By - BOOM FACT Check Team | 1 Feb 2025 3:06 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি  ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ভারতে বিজেপির মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিদেশী অতিথিদের সামনে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে, এখানেএখানে

গত ২8 জানুয়ারি ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আমার পদত্যাগপত্র পাওয়া যায়নি, আমি এখনো বাংলাদেশের বৈধ "প্রধানমন্ত্রী" আপনি আসবেন,আসবেন ফিরে বীরের বেশে, ইনশাআল্লাহ...!”। ভিডিওটিতে দেখা যায়, ভারতে বিজেপির মঞ্চে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিদেশী অতিথিদের সামনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভাইরাল ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদিত। তিনটি ভিন্ন ভিন্ন ভিডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। অরিজিনাল ভিডিওটি ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় শেখ হাসিনার দেয়া একটি বক্তব্যের। এছাড়া মোদীকে যে ভিডিওতে দেখা যাচ্ছে তা জুন মাসের। 

কি-ওয়ার্ড সার্চ করে “শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি: প্রধানমন্ত্রী” শিরোনামে ‘Desh TV News’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২৬ জুলাই প্রকাশিত ভিডিওর সঙ্গে শেখ হাসিনার একই জায়গায় এবং একই শাড়ি পরে বক্তব্য দেয়ার ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন-- 

Full View


পরবর্তীতে, ওই ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে ফ্রেমে দেখা যাচ্ছে তার রিভার্স ইমেজ সার্চ করে “Nitish Kumar's Hilarious Speech Makes PM Modi Laugh At NDA Meeting In Delhi” শিরোনামে ‘MIRROR NOW’ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ৭ জুন প্রকাশিত ভিডিওটির সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন-- 



অন্যদিকে, আলোচ্য ভিডিওর আরেকটি অংশে কিছু বিদেশি প্রতিনিধিদের দেখা যায়। কি-ওয়ার্ড সার্চ করে “PM Modi's speech at inauguration of ITU World Telecommunication Standardization Assembly” শিরোনামে ‘Narendra Modi’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ১৫ অক্টোবর প্রকাশিত ভিডিওর অংশের সঙ্গে ফেসবুকে প্রচারিত আলোচ্য ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন-- 

Full View


আলোচ্য ভিডিওতে দৃশ্যত বিদেশি প্রতিনিধিদের উপস্থিতির স্ক্রিনশট (বামে) এবং নরেন্দ্র মোদীর ইউটিউবে উপস্থিত থাকা বিদেশি প্রতিনিধিদের অংশের স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি-- 


অর্থাৎ ফেসবুকে ভারতে দেওয়া শেখ হাসিনার ভাষণ দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। এটি পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও থেকে ফুটেজ নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

সুতরাং ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও সম্পাদিত করে শেখ হাসিনা ভারতে ভাষণ দিচ্ছেন দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর। 

Related Stories