সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডেঙ্গু দেশের প্রধান দুই শত্রু। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১৯ ডিসেম্বর 'কাশিয়ানী উপজেলা ছাএদল' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি রিল ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলতে দেখা যায়, "দেশের এখন প্রধান দুই শত্রু, এক শত্রু শেখ হাসিনা আরেক শত্রু ডেঙ্গু"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। গত আগস্ট মাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া একটি বক্তব্যকে বিকৃত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ভেরিফায়েড টিকটক একাউন্টে গত ১৯ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই টিকটক ভিডিওটি এবং আলোচ্য ভিডিওটির ভিতরে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, "ডেঙ্গুর মতই ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান। আজকে দেশের প্রধান দুই শত্রু। এক শত্রু বিএনপি আরেক শত্রু হচ্ছে ডেঙ্গু।..." আরটিভির টিকটক ভিডিওটি দেখুন--
@rtv_news দেশের প্রধান দুই শত্রু ডেঙ্গু ও বিএনপি #Obaidulkader ♬ original sound - RtvNews
আরো সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে গত ১৯ আগস্ট "এখন দেশের প্রধান দুই শত্রু হলো ডেঙ্গু ও বিএনপি: কাদের | Obaidul Quader | Jamuna TV" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ১৮ সেকেন্ড থেকে ১ মিনিট ২৮ সেকেন্ড পর্যন্ত অংশে বলতে শোনায় যায়, "আজকে দেশের প্রধান দুই শত্রু। এক শত্রু বিএনপি আরেক শত্রু হচ্ছে ডেঙ্গু।" তবে, আলোচ্য ভিডিওটির বক্তব্যের মত কোনো বক্তব্য সেতুমন্ত্রীর বক্তব্যে খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, সময় টিভির ভেরিফায়েড ফেসবুক পেজেও গত ১৯ আগস্ট প্রচারিত ওবায়দুল কাদেরের একই বক্তব্যের ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতেও আলোচ্য ভিডিওটির বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ গত ১৯ আগস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য প্রদানকালে বিএনপি এবং ডেঙ্গুকে দেশের দুই শত্রু হিসেবে অভিহিত করেন। তার সেই বক্তব্যের অডিওর স্থলে ভিন্ন অডিও যুক্ত করে বক্তব্যের অর্থ পাল্টে দিয়ে আলোচ্য ভিডিওতি তৈরি করা হয়েছে।
সুতরাং ওবায়দুল কাদেরের বক্তব্যের বিকৃত ভিডিও প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।