সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে দাবি করা হচ্ছে, আফ্রিকার দেশ আইভেরি কোস্টের কিংবদন্তী ফুটবলার দিদিয়ের দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত 8 নভেম্বর '𝐌𝐢𝐧𝐡𝐚𝐣𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦' নামের একটি ফেসবুক পেজ থেকে দ্রগবার কয়েকটি ছবি শেয়ার করা হয় যার ক্যাপশনে লেখা হয়, "ব্রেকিং নিউজ চেলসি ও আইভেরিকোস্ট লিজেন্ড দ্রিদিয়ের দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, তথ্যটি সঠিক নয়। দিদিয়ের দ্রগবা নিজেই তার অফিশিয়াল টুইটার একাউন্টে ইসলাম গ্রহণের দাবিটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন।
একাধিক কীওয়ার্ড ধরে সার্চ করার পর, দিদিয়ের দ্রগবা অফিশিয়াল টুইটার একাউন্টে ৮ নভেম্বর করা এই দাবি খন্ডন করে একটি টুইট করতে দেখা গেছে। টুইটে দ্রাগবা জানান, তাঁর ইসলাম গ্রহণের দাবিটি সঠিক নয়। মূলত নিজ গ্রামে অবস্থানকালে তাঁর মুসলিম বন্ধুদের প্রতি সম্মান জানাতেই ছবিটি ধারণ করেছিলেন।
বিবিসি আফ্রিকার লাইভ নিউজ সেকশনে দ্রাগবার এই টুইট নিয়ে প্রকাশিত একটি খবরও খুঁজে পাওয়া গেছে। খবরটি থেকে জানা যায়, মোহাম্মেদ সালাহ নামে একজন ধর্মীয় ব্যক্তিত্বের করা পোস্ট থেকে প্রথম এই বিভ্রান্তিকর তথ্যটি ছড়িয়ে পড়ে। পরে দ্রগবা নিজেই তা খণ্ডন করে পোস্ট করেন এবং সালাহ নিজেও তার পোস্টটি মুছে দেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ দ্রগবার ইসলাম গ্রহণের খবরটি সঠিক নয়।