HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ওবায়দুল কাদেরের নাচের ডিপফেক ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, একটি নাচের ভিডিওকে এআই প্রযুক্তির সহায়তায় এডিট করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah | 14 May 2024 6:29 PM GMT

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি নাচের ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ৪ মে 'Nancy Alam Tithi' নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে বলা হয়, "লোকটাকে খুবই পরিচিত মনে হচ্ছে।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি এডিটেড। কোরিয়ান একটি নাচের ভিডিওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির সহায়তায় এডিট করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ভিডিও থেকে কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "ILLIT's first *Magnetic* dance challenge with Heeseung" শিরোনামে 'K-pop_bts_04' নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওর দু'জন মেয়ের মিল খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন-- 



এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ইউটিউবে 'ILLIT' এর অফিশিয়াল চ্যানেলে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় গিয়ে দেখা যায়, ২০২৪ সালের ২৬ মাার্চ ভিডিওটি প্রকাশ করা হয়। স্ক্রিনশট দেখুন-- 



ভিডিওটির ব্যাপারে আরও জানতে কি-ওয়ার্ড সার্চ করে "HYBE’s New Girl Group ILLIT Officially Do Their First TikTok Challenge" শিরোনামে 'Koreaboo' নামের একটি কোরিয়ান সংবাদপত্রের ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, কোরিয়ার ৫ মেয়ের সমন্বয়ে গঠিত 'ILLIT' নামের একটি গ্রুপের দু'জন সদস্য Minju ও Yunah এর সঙ্গে 'ENHYPEN' নামের একটি গ্রুপের ড্যান্সার 'Heeseung' এর পারফর্ম্যান্স অনুষ্ঠিত হয়। এই প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির অরিজিনাল ভিডিওটিও যুক্ত করা হয়। স্ক্রিনশট দেখুন--



এদিকে আলোচ্য ভিডিওটি থেকে ওবায়দুল কাদেরের ছবির ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "AI photo kader vai" শিরোনামে ইউটিউবে 'AF SHORTS O1' নামের একটি চ্যানেলে আলোচ্য ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির নিচের দৃশ্যমান VIGGLE এআই অ্যাপের লোগোর ওয়াটারমার্ক এবং ভিডিওটির শিরোনাম দেখে বোঝা যাচ্ছে এটি এআই প্রযুক্তির সাহায্যে এডিট করে তৈরি করা হয়েছে। এরপর কি-ওয়ার্ড সার্চ করে ফেসবুকে Obaidul Quader এর ভেরিফায়েড ফেসবুক আইডিতে গিয়ে ২০২৩ সালের ২৪ মে আপলোড করা একটি ছবি পাওয়া যায়। যে ছবির সাথে আলোচ্য ভিডিওটিতে দৃশ্যমান ওবায়দুল কাদেরের ছবির মিল রয়েছে।

নিচে ভাইরাল ভিডিওতে থাকা ওবায়দুল কাদেরের ছবি (বামে) এবং ওবায়দুল কাদেরের ফেসবুক আইডিতে পাওয়া ছবি (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--



এদিকে, ফেসবুকে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির নিচে এআই অ্যাপ ভিগল (VIGGLE) এর ওয়াটারমার্ক লেখা থাকতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--



পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে Viggle Ai দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয় সে সম্পর্কে ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায়।

মূলত ওবায়দুল কাদেরের ফেসবুক পোস্ট থেকে স্থিরচিত্রটি নিয়ে এআই টুল ব্যবহার করে আলোচ্য ডিপফেক ভিডিওটি বানানো হয়েছে। জেনারেটিভ এআই বর্তমানে উদীয়মান একটি প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে কোনো চেহারা, ছবি ও কণ্ঠ ব্যবহার করে লিখিত নির্দেশনা থেকে যেকোনো ভিডিও তৈরি করা সম্ভব। Viggle Ai এবং HeyGen এই প্রযুক্তির একটি অংশ। অনলাইনে সহজলভ্য এই প্রযুক্তি ব্যবহার করে যেকোন ব্যক্তি যেকোনো ধরণের ভিডিও নির্মাণ করতে পারেন। 

অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাস্তব নয় বরং এআই প্রযুক্তিতে এডিট করে এটি তৈরি করা হয়েছে।

সুতরাং কোরিয়ান একটি নাচের ভিডিওতে এআই প্রযুক্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বসিয়ে এডিট করে বানানো একটি ভিডিও বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।

Related Stories