HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বলিউড অভিনেত্রী কাজলের ডিপফেক ভিডিও ভাইরাল

বুম বাংলাদেশ দেখেছে, কাজল দেবগনের বলে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং ডিপফেক প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar | 24 Nov 2023 10:58 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, বলিউড অভিনেত্রী কাজল দেবগনের পোষাক বদলানোর ভিডিও ভাইরাল হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ১৭ নভেম্বর ‘Mediamoncho-মিডিয়ামঞ্চ’ নামের একটি ফেসবুক পেজ থেকে "ভিডিওক্লিপে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোশাক বদলাচ্ছেন কাজল।ভাইরাল হয়ে যায় সেই ভিডিও । বিস্তারিত কমেন্টে .................." ক্যাপশনে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজল দেবগনের বলে প্রচারিত ভিডিওটি ডিপফেক প্রযুক্তির সহায়তায় তৈরি করা। "গেট রেডি উইথ মি" নামের একটি টিকটক ট্রেন্ড এর অংশ হিসেবে 'Rosiebreenx' ইউজারনেমের একটি একাউন্ট থেকে প্রকাশিত ভিডিও থেকে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

প্রথমে আলোচ্য পোস্টের কমেন্টে যুক্ত খবরের লিংকে গিয়ে দেখা যায় সেখানে ভিডিওটি ডিপফেক তা উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত খবর না পড়ে শুধুমাত্র আলোচ্য পোস্টের ফটোকার্ড থেকে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হতে পারেন। এছাড়াও পোস্টটিতে বলিউড অভিনেত্রী কাজল দেবগনের খবরে দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়ালের ছবি ব্যবহার করা হয়েছে।

কাজল দেবগনের ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির স্থিরচিত্র দেখুন--


এদিকে আলোচ্য ভিডিওটির একটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য সান' এ গত ৭ জুন  "YOU GLOW GIRL I’m midsize & have found the three best dresses on the high-street that are comfy & hide your tum – they look so good" শিরোনামে মূল ভিডিওটির স্থিরচিত্র সহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "টিকটক ব্যবহারকারী ও ট্রেন্ডি ফ্যাশন প্রেমী রোজি ব্রীন বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ন গ্রীষ্মকালীন পোশাকের একটি তালিকা শেয়ার করেছেন (অনূদিত)"। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--


এই প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য নিয়ে সার্চ করে ক্ষুদে ভিডিও শেয়ারিং সাইট টিকটকে 'Rosiebreenx' ইউজারনেমের একাউন্টে গত ৫ জুন প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। টিকটক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


 আলোচ্য ভিডিওটির স্থিরচিত্রের (বামে) সাথে মূল ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) মধ্যে তুলনা দেখুন--


অর্থাৎ টিকটকে 'Rosiebreenx' ইউজারনেমের একটি একাউন্টে প্রকাশিত ভিডিও থেকে ডিপফেক প্রযুক্তির সহায়তায় বলিউড অভিনেত্রী কাজলের মুখমণ্ডল বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

মূলত, রোজি ব্রীন এর ভিডিওটি "গেট রেডি উইথ মি" বা 'GRWM' নামের টিকটক ট্রেন্ডের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে, যেখানে কন্টেন্ট নির্মাতারা তাদের ফলোয়ারদের সাথে ঘনিষ্ঠ সংযোগ বজায় রাখার উপায় হিসাবে তাদের নিজস্ব পোশাক পরিধান কিংবা সাজ-সজ্জার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে।

সুতরাং ডিপফেক প্রযুক্তির সহায়তায় অভিনেত্রী কাজল দেবগনের অপ্রীতিকর ভিডিও তৈরি করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories