HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ফেরিতে ট্রেন পারাপারের ছবিটি যমুনা নদীর নয়

বুম বাংলাদেশ দেখেছে, যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে ফেরি দিয়ে ট্রেন পারাপারের ছবিকে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে।

By - Mamun Abdullah | 21 April 2024 6:35 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে ফেরিতে ট্রেন পারাপারের পুরোনো একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশের যমুনা নদীতে একসময় ফেরিতে ট্রেন পারাপারের দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১ এপ্রিল 'Farhana Sumi' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "যমুনা নদীতে ট্রেন পার হতো ফেরিতে! কি অবাক কান্ড তাই না। কখনও দেখেছেন রেলওয়ে ফেরি? এমনই ফেরির ইতিহাস সাক্ষী রয়েছে বাহাদুরাবাদ ফেরি ঘাট। আমি ও কখনো দেখিনি। ছবি : সংগৃহীত।"। নিচে ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ দাবি করা হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে এক সময়ে ফেরিতে করে ট্রেন পারাপারের ছবি এটি।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচােই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ১৯৩০ সালে ফেরিতে করে একটি ট্রেনের যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী পার হওয়ার দৃশ্য এটি।

ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "Photograph of "Sunset Limited" crossing the Mississippi River" শিরোনামে দ্য পোর্টাল টু টেক্সাস হিস্টোরি (The Portal to Texas History) ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়। ছবিটির বিবরণে লেখা আছে, সানসেট লিমিটেড এর একটি ট্রেন ম্যাসটোডোন নামের একটি ফেরিতে করে আমেরিকার নিউ অর্লিন্স থেকে মিসিসিপি নদী হয়ে লুইসিয়ানা রাজ্যের অ্যাভোন্ডেলে যাচ্ছে। ছবিটি ধারণের সময়কাল লেখা হয়েছে ১৯৩০। তবে ছবিটির ফটোগ্রাফারের নাম অজানা হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন-- 



ওয়েবসাইটটিতে ছবিটির প্রসঙ্গে আরো বলা হয়, এটি ২০০৭ সালে টেক্সাসের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের সময় মিউজিয়াম অব দ্য আমেরিকান রেলরোড (Museum of the American Railroad) থেকে দ্য পোর্টাল টু টেক্সাস হিস্টোরি পোর্টালে দেওয়া হয়।

এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ওমনিয়া (OMNIA) মিউজিয়াম অব দ্য আমেরিকান রেলরোড (Museum of the American Railroad) এর ওয়েবসাইটে গিয়ে একই ছবি খুঁজে পাওয়া যায়। যেখানে ছবিটির ব্যাপারে একই বিবরণ দেওয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন-- 


অর্থাৎ ছবিটি যমুনা নদীতে ফেরিতে ট্রেন পারাপারের নয়। এটি মূলত যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে ফেরিতে ট্রেন পারাপারের একটি ছবি।

এদিকে কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, বাংলাদেশের যমুনা নদীতে তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ ঘাট ফেরিতে ট্রেন পারাপার হত, যা ব্রিটিশ আমলে ১৯৩৮ সালে চালু হয় এবং বিভিন্ন কারণে ২০০০ সালে বন্ধ হয়ে যায়। "রেল ফেরির ইতি" শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোরে ২০২২ সালের ১ জানুয়ারি প্রকাশিত সচিত্র প্রতিবেদন থেকে বাংলাদেশের রেল ফেরি নিয়ে বিস্তারিত জানা যাবে।

সুতরাং যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে ফেরিতে করে ট্রেন পারাপারের একটি ছবিকে বাংলাদেশের যমুনা নদীর ফেরিতে ট্রেন পারাপারের বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories