সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনের দাবি করে একটি ছবি পোস্ট করে তাঁকে কুরআনের হাফেজ হিসেবে বর্ণনা করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ ফেব্রুয়ারি 'Mohammad Ibrahim Siyam' নামের একটি ফেসবুক আইডি ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, "মৃত্যুঞ্জয় একটি সুন্দর নাম। অনেকেই মনে করে মৃত্যুঞ্জয় একজন হিন্দু। সে ছেলেটি একজন মুসলিম, পুরো নাম মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, শুধু তাই নয়, মৃত্যুঞ্জয় একজন আল কোরআনের হাফেজ। ❣️❣️" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেই পোস্ট করে তথ্যটি সঠিক নয় বলে জানানো হয়েছে।
বিভ্রান্তিকর তথ্যটি ফেসবুকে ভাইরাল হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অংশ নেয়া ক্রিকেটার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী'র ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি খণ্ডন করে পোস্ট করা হয়। দেখুন তাঁর ফেসবুক পোস্টটি--
প্রসঙ্গত চলতি বিপিএলের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার বিষয়বস্তু হয়েছেন এই বাংলাদেশি পেস বলার। ইতিপূর্বে মৃত্যুঞ্জয় অনুর্ধ্ব ১৭ বাংলাদেশ ক্রিকেট দলের হয়েও খেলেছেন।
সুতরাং মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে ফেসবুকে।