সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে ক্রিকেটপ্রেমীদের মোটরসাইকেল নিয়ে আন্দোলন করার ভিডিও এটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৬ অক্টোবর 'সাইদুল সরকার প্রবাসী' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "পাপনের পদত্যাগের দাবিতে ৫০০ মোটরসাইকেল নিয়ে আন্দোলন করলো ক্রিকেট প্রেমিকরা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রার ভিডিওকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের আন্দোলনের ভিডিও দাবি করে প্রচার করা হচ্ছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে মোটরসাইকেলে চলাচলকারী ব্যক্তিদের হাতে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা দেখতে পাওয়া যায়। কি-ওয়ার্ড সার্চ করে 'প্রতিদিন দেশের খবর' নামে একটি ইউটিউব চ্যানেলে "ঢাকা১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুলের মোটর শোভাযাত্রা" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটি আলোচ্য ভিডিওটির একটি দীর্ঘ ভার্সন। ভিডিওটি থেকে জানা যায়, ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করেছেন। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে "ঢাকা-১৯ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আ.লীগ নেতা সাইফুল | Savar | Jamuna TV" শিরোনামে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটি থেকে জানা যায়, আশুলিয়া থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়া একইরকম তথ্য এবং মোটরসাইকেল শোভাযাত্রার ছবি সহ অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, সকালের সময়, বার্তা২৪-এও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রার সময়ে ধারণ করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে এই ভিডিওটির কোনো সম্পর্ক নেই।
সুতরাং ভিন্ন ঘটনার একটি ভিডিওকে পাপনের পদত্যাগের দাবিতে আন্দোলনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।