সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি কোলাজ ছবি পোস্ট করা হয়েছে। পোস্টটিতে কোলাজের বাম পাশের ছবিতে একজন স্বেচ্ছাসেবী যে শিশুটিকে খাবার খাওয়াচ্ছেন ডান পাশের ছবিতে সেই স্বেচ্ছাসেবী নারীর সাথে শিশুটির ১০ বছর পরের যুবক অবস্থার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টটি দেখুন এখানে। ফেসবুকে পোস্টটি দেখুন এখানে, এখানে ও এখানে। ইনস্টাগ্রামে পোস্টটি দেখুন এখানে।
গত ২১ অক্টোবর 'neha_dey_majumder' ইউজার নেম এর একটি থ্রেডস অ্যাকাউন্ট থেকে কোলাজ ছবিটি পোস্ট করা হয়। পোস্টে দুই ছবির (দুই জনের) মধ্যকার সময়ের ব্যবধান ১০ বছর উল্লেখ করে বলা হয়, "যত্ন ও ভালোবাসা পেলে সব কিছু পরিবর্তন হয়ে যায়"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। কোলাজ ছবির বাম পাশের দৃশ্যে ডেনমার্কের স্বেচ্ছাসেবী Anja Ringgren Loven এর সাথে থাকা শিশুটির নাম 'হোপ' ও ডান পাশের ছবিতে তাঁর সাথে থাকা বালকটির নাম 'প্রিন্স'।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম টিকটকে প্রকাশিত ছবিটি যুক্ত একটি ভিডিও পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ছবির নারীর নাম 'Miss Anja Ringgren Loven' এবং ছবির শিশুটি যে এখন বড় হয়ে গেছে (ডান পাশের ছবিতে) সেই নাইজেরিয়ান বালকটির নাম 'Hope' (অনূদিত ও সংক্ষেপিত)। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে Anja Ringgren Loven এর প্রোফাইল সার্চ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, তিনি 'landofhope' নামক একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা। দাতব্য সংস্থাটির নামে ইউজারনেম দেওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে সার্চ করে কোলাজ ছবির বাম পাশের দৃশ্যের মূল ছবিটি সহ ২০২৩ সালের ৩১ মার্চ প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয় ছবির শিশুটির নাম 'Hope'। পোস্টটিতে 'Hope' এর ১০ বছর বয়সের কয়েকটি ছবিও যুক্ত করে দেওয়া হয়। দুটি ছবির পাশাপাশি তুলনা দেখুন--
এছাড়াও অ্যাকাউন্টটিতে সার্চ করে ২০২৩ সালের ৮ এপ্রিলের এক পোস্টে আলোচ্য কোলাজ ছবির বাম পাশের ছবিটিও (Anja Ringgren Loven এর সাথে বালক) পাওয়া যায়। এতে উল্লেখ করা হয় ছবির ছেলেটির নাম Prince। প্রিন্সকেও ১০ বছর আগে একটি ব্যাগ কিনে দিয়েছিলেন তিনি। ১০ বছর আগের ছবি ও বর্তমান (২০২৩ সালের) ছবি তিনি ঐ ইনস্টাগ্রাম পোস্টে যুক্ত করে দিয়েছেন। ছবি দুটির তুলনামূলক চিত্র দেখুন--
সুতরাং কোলাজ ছবির বাম পাশের দৃশ্যে ডেনমার্কের স্বেচ্ছাসেবী Anja Ringgren Loven এর সাথে থাকা শিশুটির নাম 'হোপ' ও ডান পাশের ছবিতে তাঁর সাথে থাকা বালকটির নাম 'প্রিন্স'।
উল্লেখ্য, ছবিতে প্রিন্সের টি-শার্টেও 'Hope' লেখা থাকতে দেখা গেছে। মূলত সংস্থাটির নাম 'landofhope' হওয়ায় তাদের টি-শার্টে 'Hope' লেখা থাকে। এমন আরো দুটি ছবির কোলাজ দেখুন-
সুতরাং সামাজিক মাধ্যমে দুজন আলাদা মানুষের দুইটি ভিন্ন সময়ের ছবিকে একই ব্যক্তির বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।