সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ইন্টার মিয়ামির হয়ে প্রথম ম্যাচেই গোল করেছেন মেসি। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১২ জুন "JM Jisan" নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "#ইন্টার মিয়ামির হয়ে মেসির প্রথম ম্যাচেই গোল ⚽⚽⚽"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিও ক্লিপটি লিওনেল মেসির ইন্টার মিয়ামির হয়ে খেলা কোনো ম্যাচের নয় বরং এটি ২০২০ সালে বার্সেলোনা ফুটবল ক্লাবের সাথে মেসি চুক্তিবদ্ধ থাকাকালে জিরোনা ফুটবল ক্লাবের সাথে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচের।
আলোচ্য ভিডিওটির সাথে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইউটিউবে ফুটবল ক্লাব বার্সেলোনার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। মূলত বার্সেলোনা ফুটবল ক্লাবের ওই ভিডিওটির গোল হওয়ার একাধিক ক্লিপ কেটে নিয়ে আলোচ্য ভিডিওক্লিপটি তৈরি করা হয়েছে। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়া আলোচ্য পোস্টের ভিডিওতে দৃশ্যমান একপক্ষের খেলোয়ারদের জার্সির রং এবং ইন্টার মিয়ামির জার্সির রংয়ে মিল থাকলেও শর্টসের রংয়ে পার্থক্য রয়েছে। বার্সেলোনা ফুটবল ক্লাবের খেলোয়াড়দের পরনে থাকা শর্টসের রংয়ের সঙ্গে আলোচ্য পোস্টের ভিডিওটির একপক্ষের খেলোয়াড়দের শর্টসের রংয়ের মিল থাকলেও সেটি ইন্টার মিয়ামির খেলোয়াড়দের শর্টসের রং থেকে ভিন্ন। নিচে আলোচ্য পোস্টের খেলোয়াড়দের জার্সি ও শর্টসের রং এবং ইন্টার মিয়ামির ওয়েবসাইট থেকে পাওয়া ক্লাবটির সর্বশেষ জার্সি ও শর্টসের সংস্করণের রংয়ের একটি তুলনামূলক ছবি দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি ইন্টার মিয়ামির কোন খেলার দৃশ্যের নয় বরং বার্সেলোনার একটি খেলার।
এদিকে আলোচ্য পোস্টের ভিডিওতে যে দুটি ফুটবল ক্লাবের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বলে উপরে স্কোরকার্ডে উল্লেখ করা হয়েছে সেটির সত্যতা জানতে সার্চ করে ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির ওয়েবসাইটে গিয়ে গত এক মাসের শিডিউলে ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়ার কোনো ম্যাচের উল্লেখ পাওয়া যায়নি। তবে, আজ ২৫ জুন এই দুটি ক্লাবের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা যায়। স্ক্রিনশট দেখুন--
আবার লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগদানের বিষয়ে জানতে সার্চ করে আজিওস ডট কম নামে একটি ওয়েবসাইটে "Messi's first match with Inter Miami set for July 21, owner says" শিরোনামে একটি প্রতিব্দন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, লিওনেল মেসি আগামী জুলাই মাসের ২১ তারিখ ইন্টার মিয়ামির হয়ে খেলা শুরু করবেন। অর্থাৎ আজ ২৫ জুন ইন্টার মিয়ামির খেলা থাকলেও সেখানে লিওনেল মেসির মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে চুক্তিবদ্ধ হলেও এখন পর্যন্ত ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলেননি।
সুতরাং লিওনেল মেসির বার্সেলোনা ফুটবল ক্লাবে থাকাকালে ২০২০ সালে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচে গোল করার ভিডিও ক্লিপকে ইন্টার মিয়ামির হয়ে খেলার দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।