সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে একটি শিশুর ড্যান্সের রিল ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, শিশুটি ঢালিউডের এককালের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয়। পোস্টটি দেখুন এখানে।
গত ১ আগস্ট 'JoyTv' নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করে ভিডিওটির উপরে লেখা হয়, "শাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয়ের ড্যান্স।” নিচে স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভাইরাল ভিডিওটিতে নাচের শিশুটি শাকিব-অপুর পুত্র আব্রাহাম খান জয়ের নয় বরং শিশুটি ভারতের শিশু অভিনেতা তন্ময় রিশি শাহ।
প্রথমত, কি ওয়ার্ড সার্চ করে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয়ের কোনো নাচের ভিডিও কোনো অনলাইন মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
পরে আলোচ্য ভিডিওটির কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে হুবহু ভিডিওটি "TANMAY RISHI SHAH" নামের একটি ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে পাওয়া যায়। যা "Ek pardesi mera dil le gaya.. Jaate jaate meetha meetha ghum de gaya" ৪ মে ২০২৩ তারিখে আপলোড করা হয়। ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে তন্ময় রিশি শাহের ফেসবুক প্রোফাইলটি খুঁজে পাওয়া যায়, যেখানে বলা আছে তন্ময় একজন শিশু শিল্পী এবং তার ফেসবুক প্রোফাইলটি তাঁর মা পরিচালনা করে থাকেন। এই প্রোফাইলে তন্ময়ের অসংখ্য ভিডিও রয়েছে। দেখুন--
তন্ময় রিশি শাহ সম্পর্কে আরো জানা যায় www.famousbirthdays.com নামের একটি ওয়েবসাইটে। সেখানেও তাঁর সম্পর্কে একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ ফেসবুকে ভাইরাল নাচের ভিডিওটি অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয়ের নয়; বরং সেটি ভারতের শিশু শিল্পী তন্ময় রিশি শাহের।
সুতরাং ভারতের এক শিশু শিল্পীর নাচের ভিডিও দিয়ে সেটি শাকিব-অপুর পুত্র আব্রাহাম খান জয়ের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।