HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ভিডিও দিয়ে হাসিনাকে দেশে ফেরাতে বিক্ষোভের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ময়মনসিংহে আওয়ামী লীগের আনন্দ মিছিলের।

By - Mamun Abdullah | 21 Oct 2024 8:18 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে মিছিলের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ১২ অক্টোবর 'Amir Hossain' নামের একটি একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে ময়মনসিং মহিলা আওয়ামী লীগ রাজপথে। #BMW#news#Bangladesh.“ নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সম্প্রতি কোনো বিক্ষোভ মিছিলের নয়; বরং এটি ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ময়মনসিংহে আওয়ামী লীগের আনন্দ মিছিলের।

ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে সমকালের লোগো যুক্ত আছে। পাশাপাশি, ভিডিওটিতে ‘ময়মনসিংহ’ এলাকার নাম ব্যবহার করা হয়েছে। 

পরবর্তীতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে "তপশিল ঘোষণার পর ময়মনসিংহে আওয়ামী লীগের আনন্দ মিছিল" শিরোনামে ‘সমকালের’ ইউটিউব চ্যানেলে ১৫ নভেম্বর ২০২৩ সালে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকের ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, তফসিল ঘোষণার পর ময়মনসিংহে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ। ভিডিওটি দেখুন--

 Full View


নিচে ফেসবুকে ভাইরাল দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং সমকালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত পুরোনো ভিডিওর স্ক্রিনশট (ডানে) দুটির মধ্যে সমঞ্জস্য দেখুন পাশাপাশি-- 


এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে "তফসিলকে স্বাগত জানিয়ে সারা দেশে আনন্দ মিছিল" শিরোনামে ‘বাংলা ট্রিবিউনের’ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেটি ২০২৩ সালের ১৫ নভেম্বর প্রকাশ করা হয়। যেখানে বলা হয, বুধবার সন্ধ্যায় তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন ময়মনসিংহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগরীর শিববাড়ি আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ ফেসবুকে প্রচারিত ভিডিওটি শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ মিছিলের নয়; বরং এটি ২০২৩ সালে আওয়ামী লীগ নেতাকর্মীদের আনন্দ মিছিলের।

সুতরাং আওয়ামী লীগের আনন্দ মিছিলের পুরোনো ভিডিও পোস্ট করে শেখ হাসিনার দেশে ফেরাতে বিক্ষোভ দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories