HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিএনপি নেত্রী রুমিন ফারহানার পুরোনো ভিডিও লাইভ মুডে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি প্রায় নয় মাস আগে একটি সমাবেশ নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডার ভিডিও।

By - Md Abdullah Khan | 18 Oct 2022 10:38 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও লাইভ মুডে প্রচার করে দাবি করা হচ্ছে, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ১৪৪ ধারা ভেঙ্গে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৬ অক্টোবর "রুমিন ফারহানা" নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি লাইভ মুডে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "রুমিন ফারহানা ১৪৪ ধারা ভেঙ্গে বিএনপির সমাবেশে! যাওয়ার পথে পুলিশী বাধায় ২ ঘণ্টা আটকে থাকলেন রুমিন"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং নয় মাস পুরোনো।

ভিডিওটিতে 'NewsTv' নামে একটি লোগো দেখতে পাওয়া যায়। সার্চ করে এই নামে একটি ইউটিউব চ্যানেলও খুঁজে পাওয়া গেছে। চ্যানেলটিতে কী-ওয়ার্ড ধরে সার্চ করার পর "রুমিন ফারহানা ১৪৪ ধারা ভেঙ্গে বিএনপির সমাবেশে! যাওয়ার পথে পুলিশী বাধায় ২ ঘণ্টা আটকে থাকলেন রুমিন" শিরোনামে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা চলতি বছরের ৮ জানুয়ারি পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখুন--

Full View

সার্চ করার পর, একই সময় অর্থাৎ চলতি বছরের ৮ জানুয়ারি মূলধারার সংবাদমাধ্যম 'দ্য ডেইলি স্টার' অনলাইনের বাংলা সংস্করণে "১৪৪ ধারা আর কোথাও দিয়ে লাভ হবে না" শিরোনামে এই ঘটনা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হতে দেখা গেছে। প্রতিবেদন থেকে জানা যায়, "সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশটি ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে খোলা জায়গায় হওয়ার কথা ছিল। তবে একই স্থানে ও সময়ে জেলা ছাত্রলীগও ছাত্র সমাবেশ আহ্বান করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুরো ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরে শহরে ১৪৪ ধারা জারি থাকায় সদর উপজেলার নাটাই বটতলী বাজার এলাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।"। স্ক্রিনশট দেখুন-- 

প্রতিবেদনটি দেখুন এখানে

অর্থাৎ সমাবেশটি হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে বা প্রায় নয় মাস আগে।

সুতরাং রুমিন ফারহানার সমাবেশে যাওয়ার নয় মাস আগের পুরোনো একটি ভিডিও লাইভ মুডে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories