সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে দাবি করা হচ্ছে, জাতিসংঘের জরিপে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রতীক ধানের শীষ এবং সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ আগস্ট 'Mohammad Tanvir' নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে দাবি করা হয়, "জাতিসংঘের জরিপে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ আর সবচেয়ে জনপ্রিয় দল 'বিএনপি'। আলহামদুলিল্লাহ।" নিচে পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি ভিত্তিহীন।
প্রথমত, কি-ওয়ার্ড ধরে নানাভাবে সার্চ করে জাতিসংঘের ওয়বেসাইটে এ ধরণের কোন তথ্য পাওয়া যায়নি। এমনকি সংস্থাটির বিভিন্ন তথ্য ও গবেষণা প্রকাশ হওয়া ওয়েবসাইট ইউএন জার্নাল, ডাটাবেজ, নিউজ, প্রেস রিলিজ, বার্ষিক রিপোর্টে এ ধরণের কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, সংশ্লিষ্ট কি ওয়ার্ড সার্চ করে জাতিসংঘের এমন কোন জরিপ বা গবেষণার বিষয়ে কোন আন্তর্জাতিক গণমাধ্যম বা ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশিত হয়নি।
তবে, "বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল" দলটির নেতাকর্মীদের বক্তব্যের বরাতে এমন সংবাদ বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত হলেও সেখানে জাতিসংঘের কোন রেফারেন্স উল্লেখ নেই। দৈনিক প্রথম আলো, দৈনিক ইনকিলাবের অনলাইন ভার্সনে ও অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন সহ বহু গণমাধ্যমে বিএনপি নেতাদের বক্তব্যের বরাতে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল এমন খবর বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। সেই বক্তব্য তারা জাতিসংঘের কোনো জরিপের ভিত্তিতে দেননি।
অর্থাৎ জাতিসংঘের জরিপে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ এবং সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি--এমন দাবিটির পক্ষে কোন সূত্র খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশে কোন রাজনৈতিক দল বা কোন দলের প্রতীক সবচেয়ে জনপ্রিয় এ বিষয়ে জাতিসংঘ কোনো জরিপ পরিচালনা করেনি।
সুতরাং জাতিসংঘের বরাতে একটি ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।