সামাজিক মাধ্যমে একটি দাবি একাধিক ফেসবুক পোস্ট এবং অনলাইন পোর্টালে দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে, এবার বিশ্ববিদ্যালয় শিক্ষক হলেন চিত্র-অভিনেতা ডিপজল। দেখুন এমন কিছু লিংক এখানে, এখানে এবং এখানে।
৩০ জানুয়ারি 'স্বপ্ন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ভর্তি প্রস্তুতি)' নামক গ্রুপ থেকে একটি পোস্ট করা হয় যেখানে বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডিপজল! আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে শিক্ষকতা করবেন আলোচিত এই অভিনেতা। বিশ্ববিদ্যালয়ের সিনেমা ম্যানেজমেন্ট বিষয়ে তাত্ত্বিক ক্লাস নিবেন তিনি।' দেখুন স্ক্রিনশট এখানে--
কিছু অনলাইন পোর্টালেও এ নিয়ে প্রতিবেদন হয়েছে। দেখুন এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ডিপজলের বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার দাবিটি ভিত্তিহীন।
প্রথমত, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে 'সিনেমা ম্যানেজমেন্ট' সংক্রান্ত কোনো কোর্স পাওয়া যায়নি। এছাড়া একাধিক গণমাধ্যমকে অভিনেতা ডিপজল জানিয়েছেন, তার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার দাবিটি অসত্য।
কালের কন্ঠ পত্রিকার খবরানুযায়ী ডিপজল বলেন, 'এত কিছু শুনলাম আপনার কাছে আর আমিই কিছু জানলাম না। আমি ভার্সিটিতে পড়ামু আর আমি জানুম না, এইডা কেমন কথা? এইগুলান ভুয়া, আমার লগে কোনো বিশ্ববিদ্যালয়ের কেউ যোগাযোগ করে নাই। ক্যান ইন্টারনেটে ছড়াইতাছে আমি কিচ্ছু জানি না। এসব মনে হয় পোলাপানের কাম।' দেখুন খবরের স্ক্রিনশট--
এছাড়া ডিপজলের শিক্ষকতা সংক্রান্ত দাবিটির ব্যাপারে উক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় নিউজকে জানায়, এই বিষয়ে আমাদের কোনো ডিপার্টমেন্ট নেই। তাছাড়া ডিপজলের সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি।
অর্থাৎ অভিনেতা ডিপজলের বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় যুক্ত হওয়ার দাবিটি ভিত্তিহীন।