সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজে সম্প্রতি পোস্ট করা খবরে বলা হচ্ছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত আনিশা ফারুক। একাধিক অনলাইন পোর্টাল সম্প্রতি এই খবর প্রকাশ করে, যার লিংক ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে শেয়ার করা হয়। দেখুন এমন কিছু লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ১৯ মে 'Worthy Talks' নামের ফেসবুক পেজ থেকে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি বাংলাদেশের আনিশা!"। খবরটির ডেটলাইনে প্রকাশের সময় দেয়া আছে, চলতি বছরের ৯ মে। খবরটি পড়ে মনে হচ্ছে, সম্প্রতি বাংলাদেশি মেয়ে আনিশা অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হয়েছেন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট-
এছাড়া, খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশটে দেয়া ডেটলাইন খেয়াল করুন-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে আনিশা ফারুক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি হওয়ার খবরটি বেশ পুরোনো। প্রথমত, নতুন প্রকাশিত খবরটির ডেটলাইনে প্রকাশের সময় '৯ মে ২০২১' লেখা থাকলেও প্রকৃতপক্ষে আনিশা কবে সেখানকার সভাপতি নির্বাচিত হয়েছেন তা উল্লেখ নেই। তবে খবরটির শেষে তথ্যসুত্র হিসেবে 'বাংলাদেশ টাইমস' নামক আরেকটি অনলাইন পোর্টালের বরাত দেয়া হয়েছে।
বুম বাংলাদেশ 'বাংলাদেশ টাইমস' এ প্রকাশিত সেই প্রতিবেদনটি খুঁজে পেয়েছে। কিন্তু সেই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল গত ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি। দেখুন সেই প্রতিবেদনটির স্ক্রিনশট--
এছাড়া দেখা যাচ্ছে, বানান ভুলসহ বাংলাদেশ টাইমসে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত প্রতিবেদনটি সেই পোর্টালে চলতি বছরের মে মাসে হুবহু কপি করে নতুন খবর হিসেবে প্রকাশ করা হয়েছে।
মূলত বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে আনিশা ফারুক ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেখুন এ সংক্রান্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কুইনস কলেজের এ সংক্রান্ত একটি ঘোষণা--
নিয়মানুযায়ী প্রতি বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে নির্বাচিত হয়ে আনিশার স্থলাভিষিক্ত হয়েছিলেন নিকিতা মা। পরে ২০২১ সালের ফেব্রুয়ারীতে প্রথম ভারতীয় হিসেবে অক্সফোর্ড ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন রেশমি সামন্ত কিন্তু সামাজিক মাধ্যমে তার মন্তব্যকে 'বর্ণবাদী' আখ্যা দিয়ে তীব্র সমালোচনা হলে তিনি পদত্যাগ করেন। গত মে মাসে পুনরায় অনুষ্ঠেয় নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভূত আনভি ভুটানি। দেখুন এখানে।
সে অনুযায়ী আনিশা ফারুকের পর এরইমধ্যে আরো দুইজন নির্বাচিত প্রেসিডেন্ট গত হয়েছেন এবং নতুন আরেকজন নির্বাচিত হয়েছেন। তাই আনিশা ফারুকের খবরটি কত পুরোনো তা সহজেই অনুমেয় এবং এর কোন নিউজ ভ্যালু নেই।
অর্থাৎ নিউজ ভ্যালু নেই দু'বছর আগের এমন পুরোনো খবর সম্প্রতি নতুন করে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশ করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।