সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদের পর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছেন, শোয়েবের ছেলে ইজহান একজন পাকিস্তানি, তাকে যেন ভারতে ঢুকতে না দেওয়া হয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২১ জানুয়ারি 'The Bangladesh Moments' নামক ফেসবুক পেজ থেকে "সানিয়া মির্জা এবং তার ছেলেকে ভারতে ঢুকতে না দেওয়ার হুমকি মুখ্যমন্ত্রীর" লেখা একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর, দ্য বাংলাদেশ মোমেন্টস, জুম বাংলা, ফ্রিডম বাংলা নিউজ সহ আরো অনেক গণমাধ্যম।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার নামে খোলা একটি ব্যাঙ্গাত্মক এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে এমন হুমকি দেওয়া হয়েছে। হেমন্ত বিশ্বশর্মার অফিশিয়াল এক্স (টুইটার) একাউন্ট থেকে এমন কোনো পোস্ট করা হয়নি।
সার্চ করে ভারতীয় গণমাধ্যমগুলোর মূল সংস্করণে এই জাতীয় কোনো সংবাদ পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচ্য সংবাদমাধ্যমগুলোতে উল্লেখ করতে দেখা গেছে যে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা তার এক্স (টুইটার) একাউন্টে এমন মন্তব্য করে পোস্ট দিয়েছেন। তবে তার অফিসিয়াল এক্স (টুইটার) একাউন্টে সার্চ করে এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় তথ্য যাচাই প্রতিষ্ঠান 'বুম বাংলা'-এ গত ২১ জানুয়ারি 'অসমের মুখ্যমন্ত্রীর নাম করে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার রিপোর্টটি ভুয়ো' শিরোনামে একটি তথ্য যাচাইকৃত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম করে পোস্টটি এক ব্যঙ্গধর্মী অ্যাকাউন্ট থেকে করা হয়।" প্রতিবেদনে উল্লেখিত ব্যাঙ্গাত্মক একাউন্ট থেকে প্রকাশিত পোস্টের স্ক্রিনশট দেখুন--
এছাড়াও প্রতিবেদনটিতে স্যাটায়ার একাউন্ট ও প্রকৃত একাউন্ট দুইটির স্ক্রিনশটের কোলাজ উল্লেখ করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রীর ব্যাঙ্গাত্মক একাউন্টের স্ক্রিনশট (বামে) ও অফিশিয়াল একাউন্টের স্ক্রিনশটের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার নামে খোলা একটি ব্যাঙ্গাত্মক এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে আলোচ্য মন্তব্যের পোস্টটি করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাঙ্গাত্মক এক্স (টুইটার) একাউন্টের পোস্টটিও এখন সরিয়ে ফেলা হয়েছে এবং একাউন্টটিও এখন আর এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে সক্রিয় নেই।
সুতরাং গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে শোয়েব মালিকের ছেলেকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ভারতে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।