সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজে এবং গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, সারা টেন্ডুলকারের সাথে শুবমান গিল এর ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৭ অক্টোবর 'Sara Tendulkar' নামের একটি ফেসবুক পেজ থেকে "Sara Tendulkar with Subhman Gill Family ❤️ #shorts #gill #trending #viralshorts #trendingshorts" ক্যাপশনে একটি ছবি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টটি দেখে অনেক ব্যবহারকারী সারা ও শুবমান গিল'কে কমেন্টে শুভকামনা জানিয়েছেন। পোস্টটির কমেন্ট বক্সের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়, ছবিটি এডিটেড। সারা টেন্ডুলকার ও তার ভাই অর্জুন টেন্ডুলকারের একটি যৌথ ছবিতে অর্জুন টেন্ডুলকারের চেহারার স্থলে এডিট করে ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে বলিউড ভিত্তিক পোর্টাল 'বলিউড লাইফ' এ গত ৬ অক্টোবর "Top 10 Sara Tendulkar pictures that will make you adore her beauty" শিরোনামে একটি ছবি ভিত্তিক প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বর্ণনায় উল্লেখ করা হয়, "ভাই অর্জুন টেন্ডুলকারের সাথে সারা টেন্ডুলকার"। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, ভারতীয় সংবাদ মাধ্যম 'জি নিউজ' এর অনলাইন সংস্করণে গত ২৪ সেপ্টেম্বর "Sara Tendulkar's Heartfelt Birthday Wishes For Arjun Tendulkar: A Glimpse Into The Tendulkar Siblings' Life - In Pics" শিরোনামে একটি ছবি ভিত্তিক প্রতিবেদনেও অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। আলোচ্য ছবি (বামে) এবং সংবাদমাধ্যমে পাওয়া মূল ছবির (ডানে) তুলনামূলক পার্থক্য দেখুন--
অর্থাৎ ছবিটি এডিটেড। মূল ছবিতে অর্জুন টেন্ডুলকারের চেহারার স্থলে এডিট করে ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং একটি এডিটেড ছবি বিভ্রান্তিকর দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।