সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, "ক্যামেরায় ধারণ করা একটি ছবিতে একই ফ্রেমে বিমান, বাস, ট্রেন ও নৌকা দেখা যাচ্ছে"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৭ নভেম্বর 'BraJen Bhaikon' নামের ফেসবুক প্রোফাইল থেকে "#Wow 4 modes of transportation in one picture !" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিটি তোলার সময়ে দৃশ্যে বিমানটি ছিলনা বরং পরে বিমানের ছবিটি এডিটের সাহায্যে যুক্ত করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'Andhra Adda' নামের একটি পেজে মূল ছবিটি (বিমান ব্যতীত) সহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। "পোস্টের ক্যাপশনে একটি ইনস্টাগ্রাম একাউন্টের লিংক হাইপারলিংক করে উল্লেখ করা হয়, "ছবিটি aurobindo_sf ইউজারনেম এর ইনস্টাগ্রাম ব্যবহারকারী কর্তৃক তোলা হয়েছে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য থেকে সার্চ করে ফটোগ্রাফারের ইনস্টাগ্রাম একাউন্টে ২০২১ সালের ৩০ অক্টোবর প্রকাশিত আলোচ্য ছবি সহ পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয় "বিমানের ছবিটি এডিট করে যুক্ত করা হয়েছে।" ইনস্টাগ্রাম পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফটোগ্রাফার তার নিজের ইনস্টাগ্রাম পোস্টটির ক্যাপশনে "অরিজিনাল ছবিটি ২য় পোস্টে" লিখে অরিজিনাল ছবিটিও পোস্ট করেছেন (একই পোস্টের সংযুক্ত ২য় ছবি হিসেবে)। ফটোগ্রাফারের পোস্টকৃত অরিজিনাল ছবিটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য প্রিন্ট'-এ ২০২২ সালের ১১ নভেম্বর "Fake photo showing all modes of transport in 1 frame is from Andhra, not BJP-ruled UP" শিরোনামে আলোচ্য ছবিটি নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয় "সেতুটি অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে অবস্থিত গোদাবরী সেতু"।
অর্থাৎ আলোচ্য ছবিটি ফটোগ্রাফার aurobindo_sf অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে অবস্থিত গোদাবরী সেতুর দৃশ্য তুলে ধরেছেন যেখানে তিনটি ভিন্ন পথে তিন ধরনের বাহন দেখা যাচ্ছে (আকাশপথ ব্যতীত)।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে একটি এডিটেড ছবি বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।