HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরস্কার হাতে সংগীতশিল্পী মমতাজের এই ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, মমতাজের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্রেস্ট হাতে তোলা ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি বানানো হয়েছে।

By - Ummay Ammara Eva | 18 July 2023 8:58 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজে পুরস্কারের একটি ক্রেস্ট হাতে সংগীতশিল্পী মমতাজের একটি ছবি পোস্ট করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ৪ জুলাই 'ইলিয়াস হোসাইন' নামের একটি ফেসবুক পেজ থেকে পুরস্কারের ক্রেস্ট হাতে শিল্পী মমতাজের একটি ছবি পোস্ট করে লেখা হয়, "অনেক খোঁজাখুঁজি করে এই পিকটা পেলাম"। মমতাজের হাতে থাকা ক্রেস্টটি দৃশ্যত দৃষ্টিকটু দেখাচ্ছে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। সংগীতশিল্পী মমতাজ ২০১৭-১৮ সালের পারফর্ম্যান্সের ভিত্তিতে ২০১৯ সালে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র উৎসবে সঙ্গীতশিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ লাভ করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে তোলা তাঁর একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ২০১৯ সালের ৯ ডিসেম্বর মমতাজ বেগমের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা একটি পোস্টে আলোচ্য ছবিটির অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া গেছে। তবে অরিজিনাল ছবিটিতে মমতাজ বেগমের হাতে দেখানো ক্রেস্টের উপরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লেখা দেখতে পাওয়া যায় এবং ক্রেস্টের আকৃতিও ভিন্ন। ফেসবুক পোস্টটির দ্বিতীয় ছবিটি দেখুন--

Full View

উক্ত পোস্টের দ্বিতীয় ছবিটিকে এডিট করে পুরস্কারের ক্রেস্ট পরিবর্তন করে দেয়া হয়েছে। আলোচ্য পোস্টের এডিটেড ছবি (বামে) এবং শিল্পী মমতাজের ফেসবুক পোস্টের দ্বিতীয় ও অরিজিনাল ছবিটি (ডানে) পাশাপাশি দেখুন--

এডিটেড ছবি (বামে) ও অরিজিনাল ছবি (ডানে)

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক জাগরণ নামে একটি ওয়েবসাইটে ২০১৯ সালের ৮ ডিসেম্বর "আলোকচিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভকারী ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনটিতে সংগীতশিল্পী মমতাজের একটি ছবি খুঁজে পাওয়া যায়। এছাড়া মমতাজ ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পুরস্কার গ্রহণ করেন বলেও ওই প্রতিবেদন থেকে জানা যায়। স্ক্রিনশট দেখুন-- 


চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রকাশিত একটি নোটিস থেকেও জানা যায়, ২০১৭ সালের শ্রেষ্ঠ গায়িকা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মমতাজ বেগম।

অর্থ্যাৎ সংগীতশিল্পী মমতাজ বেগমের জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নিয়ে তোলা ছবিকে এডিট করে বিকৃত করা হয়েছে।

সুতরাং মমতাজের পুরস্কারের ক্রেস্ট হাতে তোলা একটি ছবিকে এডিট করে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Tags:

Related Stories