HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

রোনালদোর হাতের ফ্রেমে 'আল্লাহ' লেখা ছবিটি এডিট করে বসানো

বুম বাংলাদেশ দেখেছে, রোনালদোর হাতে থাকা ফ্রেমে তার নিজের স্কেচ এডিট করে আল্লাহ লেখা যুক্ত করা হয়েছে।

By - Tausif Akbar | 1 April 2024 2:42 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আরবিতে আল্লাহ লেখা বাঁধাই করা একটি ছবির ফ্রেম ধরে মাঠে পোজ দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ৩০ মার্চ 'Bijoy Ahmed Akash' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। পোস্টে বিভিন্ন হ্যাশট্যাগ সহ লেখা হয়, "Today's the best Photo"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। মূল ছবিতে রোনালদোর হাতে থাকা ফ্রেমে তার নিজের স্কেচ এডিট করে আল্লাহ লেখা যুক্ত করে প্রচার করা হয়েছে।

আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ক্ষুদে ভিডিও ও ছবি শেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রামে 'cristiano.ronaldo7_' ইউজারনেম এর অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর প্রকাশিত আলোচ্য ছবিটির অরিজিনাল ভার্সন যুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে বলা হয়, তার প্রতি উৎসর্গ করা একটি আর্টের (স্কেচ) সাথে ক্রিশ্চিয়ানো রোনালদো। (অনূদিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ইনস্টাগ্রাম পোস্টটির প্রিভিউ দেখুন-



সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আল্লাহ লেখা ফ্রেম যুক্ত ছবি (বামে) ও ইনস্টাগ্রামে পাওয়া মূল ছবির মধ্যকার তুলনামূলক চিত্র দেখুন--



পাশাপাশি, মধ্যপ্রাচ্যের জর্ডান ভিত্তিক ফ্যাক্ট-চেক সংস্থা 'মিসবার'-এ ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। রোনালদোর হাতে ইমাম আলী বিন আবু তালিব এর স্কেচ প্রচার হওয়ার পর ছবিটি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে 'মিসবার'। এতে উল্লেখ করা হয়, 'নিজের স্কেচ হাতে থাকা অবস্থায় তোলা ক্রিস্টিয়ানো রোনালদোর ছবিটি এডিট করে ইমাম আলীর ছবি বসিয়ে দেওয়া হয়েছে' (অনূদিত ও সংক্ষেপিত)।

'মিসবার' এর প্রতিবেদনে আরো বলা হয়, আলোচ্য ছবিটি 'প্রিন্স আব্দুল রহমান বিন সৌদ'-এ তোলা। ২০২৩ সালের সেপ্টেম্বরে রোনালদোর দল 'আল নাসর' ইরানে গেলে সেখানকার পেইন্টার ফাতিমা রোনালদোকে তার নিজের হাতে আঁকা ছবি উপহার দেন। এ সংক্রান্ত একটি ভিডিও নিজেদের অফিশিয়াল ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) প্রকাশ করে 'আল নাসর'। ভিডিওটি দেখুন--

 

অর্থাৎ রোনালদোর হাতে থাকা ফ্রেমে 'আল্লাহ' লেখা নয় বরং নিজের স্কেচ ছিল।

সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ছবি এডিট করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

Tags:

Related Stories