সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেটের কমেন্টেটর আকাশ চোপড়ার মন্তব্য জুড়ে দেয়া হয়েছে এবং দাবি করা হয়েছে তিনি বলেছেন, তামিম কোনো খেলোয়াড়ের তালিকায় পড়ে না। এরকম দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ৮ নভেম্বর 'Saifur Rahman' নামের একটি পেজ থেকে পোস্ট করে লেখা হয়, "তামিম কোনো খেলোয়াড়ের তালিকায় পড়ে না ... আকাশ চোপড়া।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি এডিটেড। ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে আকাশ চোপড়ার কোনো মন্তব্য দিয়ে ডিজিটাল কার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডের অনুরূপ ডিবিসি নিউজের অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, ‘ডিবিসি নিউজের লোগো ব্যবহার করে ভুয়া কার্ড প্রচার’ শিরোনামে ডিবিসি টিভির অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "তামিম কোনো খেলোয়াড়ের তালিকায় পড়ে না, তার উচিত ইউটিউবিং করা বললেন আকাশ চোপড়া" শিরোনামে ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডিবিসি নিউজ এ ধরণের কোনো কার্ড প্রকাশ করেনি। ভাইরাল হওয়া কার্ডটি ভুয়া।" স্ক্রিনশট দেখুন--
ফটোকার্ডটি ভুয়া এবং তাদের তৈরি নয় বলে ২৫ অক্টোবর ডিবিসি টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়। নিচে পোস্টটি দেখুন--
অর্থাৎ বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজ আলোচ্য ফটোকার্ডটি তৈরি বা প্রকাশ করেনি।
সুতরাং তামিম ইকবালকে নিয়ে আাকাশ চোপড়ার মন্তব্য দিয়ে ডিবিসি টিভির লোগো যুক্ত করে একটি বানানো ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।