সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে বেসরকারি টেলিভিশন 'চ্যানেল আই'য়ের লোগো যুক্ত একটি ডিজিটাল কার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানের সাথে বাংলাদেশি অভিনেতা আফরান নিশো 'প্যান ইন্ডিয়ান' সিনেমায় অভিনয় করবেন। পোস্টটি দেখুন এখানে।
গত ৩১ জুলাই 'Mirza Rohan' নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "আফরান নিশো অন ফায়ার!"। পোস্টে চ্যানেল আই'য়ের লোগো যুক্ত ডিজিটাল কার্ডে বলিউড অভিনেতা আমির খান ও তাঁর ভাই ফয়সাল খানের সাথে বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা আফরান নিশোর একটি ছবির কোলাজ দিয়ে লেখা হয়, "নিশো এর 'প্যান ইন্ডিয়ান' ছবিতে আমির খানের ভাই, নায়িকা হবেন বলিউডের জেরিন খান অথবা শেহনাজ গিল"। পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, চ্যানেল আই'য়ের লোগো যুক্ত ডিজিটাল কার্ডটি এডিটেড। চ্যানেল আই মূলত বলিউড অভিনেতা আমির খান ও তাঁর ভাই ফয়সাল খানের সাথে ঢালিউড অভিনেতা শাকিব খানের ছবির কোলাজ দিয়ে ডিজিটাল কার্ডটি তৈরি করেছে। সেখানে শাকিব খানের ছবি ও নামের স্থলে আফরান নিশো ছবি ও নাম বসিয়ে আলোচ্য কার্ডটি তৈরি করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে চ্যানেল আই এর ভেরিফাইড ফেসবুক পেজে ঢালিউড অভিনেতা শাকিব খানের সাথে বলিউড অভিনেতা আমির খান ও তাঁর ভাই ফয়সাল খানের ছবির কোলাজ সহ অরিজিনাল ডিজিটাল কার্ডটি খুঁজে পাওয়া যায়, যা গত ৩০ জুলাই পোস্ট করা হয়। এতে বলা হয়, "শাকিবের 'প্যান ইন্ডিয়ান' ছবিতে আমির খানের ভাই, নায়িকা হবেন বলিউডের জেরিন খান অথবা শেহনাজ গিল"। চ্যানেল আইয়ের ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে আলোচ্য ফেসবুক পোস্টের এডিটেড ডিজিটাল কার্ড ও চ্যানেল আই'য়ের অরিজিনাল ডিজিটাল কার্ডটি দেখুন পাশাপাশি--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে “শাকিবের ‘প্যান ইন্ডিয়ান’ ছবিতে আমির খানের ভাই” শিরোনামে চ্যানেল আই'য়ের অনলাইনেও একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যাচ্ছেন। এই সিনেমায় পরিচালক অনন্য মামুন বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করান।
অর্থাৎ চ্যানেল আই'য়ের ডিজিটাল কার্ড এডিট করে শাকিব খানের ছবি ও নামের স্থলে আফরান নিশোর ছবি ও নাম বসিয়ে আলোচ্য ডিজিটাল কার্ডটি বানানো হয়েছে।
সুতরাং বেসরকারি টেলিভিশন চ্যানেল আই'য়ের একটি ডিজিটাল কার্ড এডিট করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।