HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আফরান নিশোর অভিনয়ের চিত্রকে বাস্তব দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য গ্রাফিক ছবিটিতে আরটিভির লোগো রয়েছে তবে এটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে আরটিভি।

By - Ummay Ammara Eva | 18 July 2023 10:08 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো যুক্ত করে তৈরি করা অভিনেতা আফরান নিশোর একটি কোলাজ ছবি পোস্ট করে বলা হচ্ছে, নাটকে অভিনয়ের আগে টাঙ্গাইলের এক বস্তি এলাকায় থাকতেন নিশো। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ১৩ জুলাই "CINE BUZZ" নামে একটি ফেসবুক পেজে অভিনেতা আফরান নিশোর একটি ছবি পোস্ট করে লেখা হয়, "নাটকে অভিনয়ের আগে টাঙ্গাইলের এক বস্তি এলাকায় থাকতেন জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। ছোট পর্দার এই অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার সুড়ঙ্গ দিয়ে। ❤️"। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আফরান নিশোর দুটি ছবি দিয়ে বানানো ওই গ্রাফিক ছবিটি তাদের তৈরি করা নয় বলে আরটিভি তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।

আলোচ্য গ্রাফিক ছবিটিতে আফরান নিশোর দুটি ছবি দেখা যায়। ছবি দুটির মধ্যে একটি ছবিতে তাকে জীর্ণ পোশাকে পাগলের বেশে দেখানো হয়েছে। ওই নির্দিষ্ট ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের নিজস্ব ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ২২ জুলাই "New Bangla TeleFilm | Fulmoti- ফুলমতি | Arfan Nisho | Zakia Bari Momo | Rawnak Hasan" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে আফরান নিশোর করা চরিত্রটির পোশাক এবং আলোচ্য পোস্টের ডানের ছবিটিতে নিশোর পরনে থাকা পোশাকে মিল রয়েছে। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

এবারে, আলোচ্য পোস্ট থেকে প্রাপ্ত একটি ছবি (বামে) এবং বাংলা ভিশন টেলিভিশনে প্রচারিত টেলিফিল্ম থেকে প্রাপ্ত একটি ছবি দেখুন পাশাপাশি--


এদিকে আরটিভি এক ফেসবুক পোস্টের মাধ্যমে আলোচ্য গ্রাফিক ছবিটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

অর্থ্যাৎ বাংলাভিশনে ২০১৬ সালে ঈদ উপলক্ষ্যে প্রচারিত টেলিফিল্ম ফুলমতিতে অভিনয় করা একটি চরিত্রের ছবি প্রচার করে আফরান নিশো আগে টাঙ্গাইলে এক বস্তিতে থাকতেন বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য টাঙ্গাইলের ছেলে আফরান নিশো সম্প্রতি প্রথমবারের মত সুড়ঙ্গ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

সুতরাং টেলিফিল্মে অভিনীত চরিত্রের ছবি দিয়ে আরটিভির লোগো যুক্ত করে ভুয়া গ্রাফিক কার্ড বানিয়ে অভিনেতা আফরান নিশো আগে বস্তিতে থাকতেন বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা ভিত্তিহীন।

Tags:

Related Stories