HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি বাস্তব ফুলের নয় বরং এআই জেনারেটেড

বুম বাংলাদেশ দেখেছে, এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ডিমের মত দেখতে একটি ফুলের ছবিকে সত্যিকারের ফুল বলে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 21 Feb 2024 11:00 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে ডিমের মত দেখতে একটি ফুলের ছবি পোস্ট করে ছবিটিকে বাস্তব বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৮ জানুয়ারি 'Abdus Shaheed Naseem' নামে একটি ফেসবুক আইডি থেকে ডিমের মত দেখতে একটি ফুলের ছবি পোস্ট করে লেখা হয়, "দেখতে ডিমের মতো মনে হলেও এগুলো কিন্তু ডিম ভাজা নয়, এগুলো এক প্রকার ফুল!!!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আর্টিফিশাল ইন্টেলিজেন্স-এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ করে 'Midjourney AI Arts' নামের একটি ফেসবুক পেজে গত ১৪ জানুয়ারি করা একটি পোস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। পেজটির ইন্ট্রোতে লেখা হয়, "Midjourney Prompts, Guides, Tutorials, AI Tools. AI Art, Digital Art."। পেজটির নাম ও ইন্ট্রো দেখে বোঝা যাচ্ছে, এটি এআই ভিত্তিক কনটেন্ট নির্ভর একটি পেজ। এছাড়া, ছবিটির ক্যাপশনে এআই টুল মিডজার্নিকে হ্যাশট্যাগ করে লেখা থাকতে দেখা যায়। ক্যাপশনে বলা হয়, "Name this plant ☘️ #midjourney"। অর্থাৎ এআই টুল মিডজার্নির সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


একই সার্চে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে 'jyo_john_mulloor' নামের একটি ভেরিফায়েড একাউন্ট থেকে গত ১৭ জানুয়ারি করা একটি পোস্টে আলোচ্য ফুলের ছবিটি মত একটি ছবি (হুবহু এক নয়) খুঁজে পাওয়া যায়। উক্ত ইনস্টাগ্রাম একাউন্টে ব্যক্তির পরিচয় হিসেবে 'Artificial Intelligence Trainer' এবং তিনি একটি এআই স্টুডিওর প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়। এই ব্যক্তির একাউন্টে বিভিন্ন সময়ে পোস্ট করা অসংখ্য এআই নির্মিত ছবি পাওয়া যায়। তার ইনস্টাগ্রাম প্রোফাইলের স্ক্রিনশট দেখুন--



এবারে তার ইনস্টাগ্রাম পোস্টটি দেখুন--



এদিকে আরো সার্চ করে সামাজিক মাধ্যম reddit এর মিডজার্নি নির্মিত এআই সংশ্লিষ্ট কনটেন্ট ভিত্তিক একটি গ্রুপ 'r/midjourney' তে 'Angiebio' নামের একটি আইডি থেকে মাস খানেক আগে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে মিডজার্নিতে নির্মিত দেখতে ডিমের (ওমলেট) মত এমন বেশ কয়েক ধরণের এআই নির্মিত ফুলের ছবি পোস্ট করা হয়, এই ছবিগুলোর সাথেও আলোচ্য ছবিটির বৈশিষ্টগত মিল রয়েছে। উক্ত পোস্ট থেকে নেয়া বেশ কয়েকটি এআই নির্মিত ডিমের মত দেখতে ফুলের ছবির কোলাজ দেখুন--



অর্থাৎ আলোচ্য ছবিটি কোনো বাস্তব ফুলের ছবি নয় বরং ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে নির্মিত।

সুতরাং এআই প্রযুক্তির সাহায্যে নির্মিত ছবিকে বাস্তব ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর। 

Tags:

Related Stories