সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগো যুক্ত করে তৈরি একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উক্তি দিয়ে বলা হচ্ছে, হিরো আলম আমাদের অনুপ্রেরণা। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়নপত্র প্রদান করা হবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ জুলাই ‘Supporters of Bangladesh Awami League’ নামক একটি গ্রুপে `S.H. Rumon Folowan’ নামের একটি আইডি থেকে প্রথম আলোর লোগো যুক্ত করে তৈরি একটি গ্রাফিক ছবি পোস্ট করা হয়। ওই গ্রাফিক পোস্টে লেখা থাকতে দেখা যায়, “হিরো আলম আমাদের অনুপ্রেরণা, সাহস। বিএনপি নির্বাচনে এলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে।– মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব। ” পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন---
ফ্যাক্ট চেক:
প্রথম আলোর লোগো ব্যবহার করে তৈরি ডিজিটাল কার্ডের অনুরূপ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বক্তব্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি এবং এ ধরণের কোনো উক্তি নিয়ে ডিজিটাল কার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে প্রথম আলো।
কি-ওয়ার্ড সার্চ করে ঢাকা ১৭ আসনের প্রার্থী হিরো আলমকে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপত্র প্রদান সংশ্লিষ্ট কোন প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশ নিয়ে যমুনা টিভির অনলাইনে ‘সাপ পেটানোর মতো হিরো আলমকে মেরেছে, বিএনপির পদযাত্রায় ফখরুল’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে মির্জা ফখরুল গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন একটি কেন্দ্রে হিরো আলমের ওপর নৌকার সমর্থকদের হামলার প্রতিবাদ জানান। যদিও ওই প্রতিবেদনে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন বা এ সংশ্লিষ্ট কোন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এদিকে, প্রথম আলোর লোগো যুক্ত করে আলোচ্য দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে এ ব্যাপারে কোন প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ১৮ জুলাই একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে আলোচ্য ডিজিটাল কার্ডটিকে নকল ও মিথ্যা প্রচারণা বলে নিশ্চিত করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ বিএনপি নির্বাচনে গেলে হিরো আলমকে মনোনয়ন দেওয়া হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য সম্বলিত প্রথম আলোর ডিজিটাল কার্ড তৈরির বিষয়টি ভিত্তিহীন।
সুতরাং হিরো আলমকে নিয়ে মির্জা ফখরুলের বরাতে বানোয়াট বক্তব্য নিয়ে প্রথম আলোর লোগো ব্যবহার করে ডিজিটাল কার্ড বানিয়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।