সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগো যুক্ত করে তৈরি একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পিনাকী ভট্টাচার্য তার কাছে টাকা চেয়েছিল। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় নুরের নামে পিনাকী বিষোদগার করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ জুন "কবীর ওয়াহিদ" নামে একটি আইডি থেকে প্রথম আলোর লোগো যুক্ত করে তৈরি একটি গ্রাফিক ছবি পোস্ট করা হয়। ওই গ্রাফিক পোস্টে লেখা থাকতে দেখা যায়, "পিনাকী ভট্টাচার্য সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন। টাকা দিতে পারিনি বলেই এখন আমার বিরুদ্ধে বিষোদগার করছেন। আসলে এটাই উনার চরিত্র- নুরুল হক নুর, সদস্য সচিব, গণ অধিকার পরিষদ।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রথম আলোর লোগো যুক্ত করে ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরের নামে প্রচারিত এধরণের কোনো উক্তি নিয়ে গ্রাফিক কার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে প্রথম আলো।
কি-ওয়ার্ড সার্চ করে নুরুল হক নুরের কাছে পিনাকী ভট্টাচার্যের অর্থ দাবি করার তথ্য দেওয়া নিয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে গিয়ে গত ২৫ জুন "গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ কী ? Pinaki Bhattacharya || The Untold" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে নিয়ে কথা বলেন পিনাকী ভট্টাচার্য। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, গত ২১ জুন "নুর কিবরিয়ারা কার খপ্পরে পড়লো? Pinaki Bhattacharya || The Untold" শিরোনামে আরো একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই একই চ্যানেলে। ওই ভিডিওতেও নূরুল হক নূরকে নিয়ে কথা বলেন পিনাকী ভট্টাচার্য। ইউটিউব ভিডিওটি দেখুন--
তবে, পিনাকী ভট্টাচার্যের এসব ভিডিও তৈরির প্রেক্ষিতে আলোচ্য পোস্টের গ্রাফিক কার্ডে উল্লেখ করা বক্তব্য নুর দিয়েছেন এমন কোনো সংবাদ প্রথম আলোর ওয়েবসাইটে বা অন্য কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, প্রথম আলোর লোগো যুক্ত করে আলোচ্য দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সার্চ করে প্রথম আলোর ফেসবুকে পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পেজে আলোচ্য গ্রাফিক কার্ডটি মিথ্যা প্রচারণার উদ্দেশ্যে বানানো বলে নিশ্চিত করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ দাবি টাকা না দেয়ায় পিনাকী তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন, নুরুল হক নুরের এমন বক্তব্য সম্বলিত প্রথম আলোর গ্রাফিক কার্ড তৈরির বিষয়টি ভিত্তিহীন।
এদিকে, আলোচ্য দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নুরুল হক নুরের বক্তব্যের বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত তার কাছে কোন জবাব পাওয়া যায়নি। নুরের জবাবে প্রয়োজনীয় তথ্য পেলে প্রতিবেদনটি আপডেট করে দেয়া হবে।
সুতরাং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের বরাতে পিনাকী ভট্টাচার্য নুরের কাছে টাকা চাওয়ার ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।