HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবির নারী শেখ হাসিনা নন

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি শেখ হাসিনার নয় বরং মনো বেগম নামের এক বাংলাদেশি নারীর।

By - Tausif Akbar | 20 Sept 2024 3:46 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হয়েছে, জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের লোকাল ট্রেনে যাতায়াত করার সময়ে ধারণ করা ছবি এটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৭ সেপ্টেম্বর 'Times Report' নামের পেজ থেকে ছবিটি নিয়ে তৈরি করা একটি ফটোকার্ড পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়, "ভারতের লোকাল ট্রেনে যাতায়াতে করে বেড়াচ্ছেন সৈরাচার শেখ হাসিনা"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিটি শেখ হাসিনার নয় বরং মনো বেগম নামের এক বাংলাদেশি নারীর। ভৈরব থেকে শ্রীমঙ্গল রুটে ট্রেনে যাতায়াতের সময়ে তাঁর এই ছবিটি তোলা হয়েছে।

ফেসবুকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কিছু কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ছবিটি সহ একটি পোস্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ছবিটি 'Rakib Mia' নামক একজনের মায়ের ছবি। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



পোস্টে উল্লিখিত 'Rakib Mia' এর ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আলোচ্য ছবি সহ তাঁর একটি পোস্ট পাওয়া যায়। এই পোস্টটিতেও একই কথা উল্লেখ করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



পরবর্তীতে Rakib Mia এর সাথে যোগাযোগ করলে তিনি বুম বাংলাদেশকে জানান, "০৯ সেপ্টেম্বর সকালে ভৈরব থেকে শ্রীমঙ্গল পারাবত ট্রেনে এবং ১৫ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গল থেকে ভৈরব পারাবত ট্রেনে আমার আম্মা যাতায়াত করেছেন। এরমধ্যে যেকোনো এক সময় লুকিয়ে আমার মায়ের এই ছবিটা কেউ তুলেছে। আমার মায়ের নাম মনো বেগম।"

অর্থাৎ বাংলাদেশে ট্রেনে যাতায়াতের সময়ে তোলা ভিন্ন এক নারীর ছবিকে, ভারতে লোকাল ট্রেনে যাতায়াতের সময়ে তোলা শেখ হাসিনার ছবি বলে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো তিনি ভারতেই অবস্থান করছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

সুতরাং সামাজিক মাধ্যমে ভিন্ন এক নারীর ছবি শেখ হাসিনার ছবি হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories