HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবির নারী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী নন

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটিতে মূলত ২০২১ সালের আগস্টে এক সামরিক প্রশিক্ষণে অংশ নেয়া ইউক্রেনের এক সেনা সদস্যের।

By - Md Abdullah Khan | 30 March 2022 7:43 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে চলমান রুশ-ইউক্রেন সংঘাতের প্রেক্ষিতে, সামরিক ইউনিফর্ম পরা এক নারীর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে ছবিটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী তথা দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৭ ফেব্রুয়ারি 'Surma nodir majhi, সুরমা নদীর মাঝি' নামের ফেসবুক আইডি থেকে নারী সেনা সদস্যের ছবি পোস্ট করে লেখা হয়, "ইউক্রেনের রাষ্ট্রপতির প্রাসাদ ছেড়ে গেরিলা যুদ্ধে নেমে পড়েছে ভলোদোমির জেলেনিস্কি ও ফার্স্ট লেডি ওলেনা জেলেনেস্কি!" স্ক্রিনশট দেখুন-- 

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পোস্টের নারী ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী নন বরং দেশটির একজন সেনা সদস্য।

গুগল রিভার্স ইমেজ সার্চে করে, ছবিটি স্টক ফটো এজেন্সি এলামির ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়, যা ২০২১ সালের ২২ আগস্ট প্রকাশিত হয়েছে। ছবির ক্যাপশনে লেখা আছে- "Kyiv, Ukraine - August 22, 2021: Rehearsal of the military parade on occasion of 30 years Independence Day of Ukraine. Ukrainian female soldier"। স্ক্রিনশট দেখুন--

ছবিটি দেখুন এখানে

একই ছবি অনুরূপ বিবরণে আরেকটি স্টক ফটো এজেন্সি আইস্টকফটো'র ওয়েবসাইটেও খুঁজে পাওয়া গেছে। 

এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী তথা ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কির রুশদের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেয়ার কোনও খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী তথা ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কিরর ছবি (বামে) ও বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেখুন-- 

লেডি ওলেনা জেলেনস্কিরর ছবি (বামে) ও বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবির (ডানে)

প্রসঙ্গত, প্রতিবেদন অনুযায়ী গত ৮ মার্চ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে লেখা এক খোলা চিঠিতে ওলেনা জেলেনস্কা রাশিয়ার আক্রমণকে 'ইউক্রেনিয় জনগনকে গণহত্যা' বলে অভিহিত করে ইউক্রেনের আকাশকে নো-ফ্লাই জোন ঘোষণা করার আহবান জানান।

সুতরাং ইউক্রেন প্রেসিডেন্টের স্ত্রী দাবি করে দেশটি এক সেনা সদস্যার ছবি পোস্ট করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories