সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, নির্বাচন থেকে সরে এসে বিএনপিতে যোগ দিয়েছে জাতীয় পার্টি। এরকম কয়েকটি পোস্টটি দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩ জানুয়ারি '24 Top News' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে সেখানে লেখা হয়, "বিএনপিতে যোগ দিলো জাতীয় পার্টি।" এছাড়াও ওই ভিডিওতে একজন উপস্থাপককে বলতে শোনা যায়, নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপিতে যোগ দিল জাতীয় পার্টি। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। কোনো ধরণের তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন টেলিভিশনে প্রচারিত খবরের বিভিন্ন অংশ এডিট করে জাতীয় পার্টির নির্বাচন বর্জন করে বিএনপিতে যোগ দেওয়ার সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাবেন না বলেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় পার্টির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ ধরণের কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়া, দেশের বড় চারটি দলের মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামী নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিজস্ব দল থেকে সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে। এরই মধ্যে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় ভোট বর্জন করে জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রার্থী। যদিও দলটির পক্ষ থেকে নির্বাচন বর্জন করার কোনো অফিশিয়াল ঘোষণা দেওয়া হয়নি। এমনকি তারা বিএনপির সঙ্গে যোগ দেওয়ারও কোনো ঘোষণা দেয়নি। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপিতে যোগ দিলে স্বাভাবিকভাবেই দেশের গণমাধ্যমে তা অত্যন্ত গুরুত্বের সাথে খবর প্রকাশিত হওয়ার কথা। যদিও এ ব্যাপারে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় গণমাধ্যমে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের সর্বশেষ অবস্থা সম্পর্কে একাধিক তথ্য পাওয়া যায়।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় পার্টির অফিশিয়াল ফেসবুক পেজে দলটির প্রার্থীরা প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বলে একাধিক পোস্ট খুজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ৫ জানুয়ারি "জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না, জানালেন জি এম কাদের" শিরোনামের বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক প্রতিবেদনে জিএম কাদেরকে বলতে শোনা যায়, তিনি শেষ মুহুর্তে নির্বাচনে থাকবেন। ভোট বর্জন করবেন না। প্রতিবেদনটি দেখুন--
এদিকে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় পার্টি ভোট বর্জন করে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ ও মিডিয়া সেল-এ এ ধরণের কোনো খবর পাওয়া যায়নি।
অর্থাৎ ভোট বর্জন করে বিএনপিতে যোগ দেওয়ার কোনো ঘোষণা দেয়নি জাতীয় পার্টি।
সুতরাং জাতীয় পার্টি বিএনপিতে যোগ দিয়েছেন দাবিতে বিভিন্ন ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।