সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি'র নতুন প্রেসিডেন্ট হচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৩১ জানুয়ারি 'Jesun Khan' নামের একটি ফেসবুক আইডি থেকে মাশরাফির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "অবশেষে মাশরাফি বিন মর্তুজা বিসিবির সভাপতি হচ্ছেন। ৭১ চ্যানেল থেকে নিয়া।" এছাড়া, ছবিটির উপরেও বড় অক্ষরে একই কথা লেখা রয়েছে। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। মূলত, বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তার বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি'র সভাপতি হিসেবেই থাকবেন। এরপর কাউন্সিলরদের ভোটের মাধ্যমে বিসিবি সভাপতি নির্বাচন করা হবে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির পক্ষে প্রাসঙ্গিক কোনো তথ্য বা খবর মূলধারার কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। তবে, মাশরাফি বিন মুর্তজা এখনোই বিসিবির সভাপতি হতে পারবেন না এমন শিরোনামে একাধিক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। চলতি বছরের ১৩ জানুয়ারি বিজনেস স্টান্ডার্ড পত্রিকার ওয়েবসাইটে "মাশরাফি এখনই কেন বিসিবি সভাপতি হতে পারবেন না, জানালেন পাপন" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে পাপনের উদ্ধিৃতি দিয়ে বলা হয়, "প্রথমে মাশরাফিকে কাউন্সিলরশিপ নিতে হবে। এরপর নির্বাচিত হয়ে আসতে হবে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারাই ঠিক করবেন কে সভাপতি হবে। প্রক্রিয়াটা খুবই সহজ। এখন ধরেন, ধরে নিলাম আমার বোর্ডের সবাই আছে, খালি নতুন দুই-একজন জন এলো। এখানে সিনিয়রদের মধ্যে আছেন, সিরাজ ভাই, ববি ভাই, জালাল ইউনুস, মাহবুব-উল-আনাম। আবার ক্রিকেটারদের মধ্যেও সিনিয়র যারা আছে, আকরাম খান, দুর্জয়, সুজন; অনেকেই আছে। তারা কাকে বেছে নেবে, এটা বলা কষ্ট। বাইরে থেকে চাপানোর কোনো সুযোগই নেই।" স্ক্রিনশট দেখুন--
অন্যদিকে, কি-ওয়ার্ড সার্চ করে "পাপনই থাকছেন বিসিবি সভাপতি" শিরোনামে ২৩ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত বিসিবির দায়িত্বে থাকবেন পাপন। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ২০২৫ সালের ৫ অক্টোবর পর্যন্ত। প্রতিবেদনটিতে পাপনের উদ্ধিৃতি দিয়ে বলা হয়, "আইসিসির মেয়াদ শেষ হয়ে গেলে তখন বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডাইরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন বোর্ড প্রেসিডেন্ট হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ মাশরাফি বিন মুর্তজা বিসিবির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দাবিটি সঠিক নয়।
সুতরাং মাশরাফি বিসিবির নতুন প্রেসিডেন্ট হচ্ছেন বলে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।