সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপ থেকে শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বরাতে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষকে প্রস্তুত থাকার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৯ ডিসেম্বর 'বন্ধন টিভি- Bandhan TV' নামের পেজ থেকে পোস্ট করে ক্যাপশনে বলা হয়, "খালি মাঠে আর গোল দেওয়ার সুযোগ নেই। দেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে: ড.ইউনূস।।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে পোস্টে উল্লেখিত এমন কোনো মন্তব্য শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস করেননি।
প্রথমত, কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের গণমাধ্যমে সম্প্রতি ড. ইউনূসের বরাতে বাংলাদেশের রাজনীতি নিয়ে তাঁর কোনো বক্তব্য সংক্রান্ত খবর খুঁজে পাওয়া যায়নি। এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও তাঁর কোনো মন্তব্য এবং বিবৃতি নিয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
দ্বিতীয়ত, অধ্যাপক ইউনূসের বিভিন্ন ধরণের কর্মকাণ্ড প্রকাশ করে ঢাকাস্থ ইউনূস সেন্টার। কি-ওয়ার্ড সার্চ করে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে সম্প্রতি বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো বিবৃতি বা নিউজ লেটার খুঁজে পাওয়া যায়নি। নিচে স্ক্রিনশট দেখুন--
এদিকে, বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. মুহাম্মদ ইউনূস এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে বুম বাংলাদেশ ইউনূস সেন্টারের সাথে যোগাযোগ করেছে। তাদের জবাবে প্রয়োজনীয় তথ্য পেলে প্রতিবেদনটি আপডেট করে দেয়া হবে।
অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 'খালি মাঠে গোল দেওয়া' নিয়ে কোনো মন্তব্য করেননি ড. মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে অংশ নিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল। নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টি অংশগ্রহণ করছে। যেখানে ড. মুহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই।
সুতরাং ড. মুহাম্মদ ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।