HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ক্রিকেটার সৌম্য সরকারকে নিয়ে শান্তের নামে ভুয়া মন্তব্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, সৌম্য সরকারকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি ক্রিকেটার নাজমুল হাসান শান্ত।

By - Mamun Abdullah | 24 Dec 2023 8:44 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হাসান শান্তের মন্তব্য দিয়ে একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে নিউজল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সৌম্য সরকারের কারণে বাংলাদেশ দল হেরেছে বলে মন্তব্য করেছেন শান্ত। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ৩ ডিসেম্বর 'Cricket Zone 24' নামের একটি পেজ থেকে এমন একটি ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে বলা হয়, "ম্যাচ হেরে ক্যাপ্টেন যা জানালেন..।" ফটোকার্ডটিতে লেখা রয়েছে, "সৌম্য ভাইয়ের জন্যই আমরা এই ম্যাচটি হেরেছি: নাজমুল হোসেন শান্ত।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। তথ্যসূত্র ছাড়াই বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হাসান শান্তের নামে আলোচ্য মন্তব্য দিয়ে ফটোকার্ডটি তৈরি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে স্বাগতিক নিউজল্যান্ড-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের হারের পর প্রেস কন্ফারেন্সেই আসেননি শান্ত।

কি-ওয়ার্ড সার্চ করে ফটোকার্ডে উল্লেখিত তথ্যের ব্যাপারে কোনো ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, সিরিজ শুরুর আগের দিন (১৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্তের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কয়েকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সংবাদ সম্মেলনে "সাকিবের বিকল্প হিসেবে দলে সৌম্য, বলছেন শান্ত" শিরোনামে এক প্রতিবেদনে শান্তের উদ্ধিৃতি দিয়ে বলা হয়, "ব্যাটে-বলে অবদান রাখতে পারেন, এমন ভাবনা থেকে সাকিবের বিকল্প হিসেবে সৌম্য সরকারকে টিম ম্যানেজমেন্ট দলে নিয়েছে।" প্রতিবেদনটিতে সৌম্য সরকারকে নিয়ে নাজমুল হোসেন শান্তের কোনো নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়নি। স্ক্রিনশট দেখুন-- 


অন্যদিকে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায়, গত ১৭ ডিসেম্বর নিউজিল্যান্ডের সাথে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে পরাজয়ের পরও সংবাদ সম্মেলনে আসেননি ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি পরবর্তীতেও তিনি মিডিয়ার সম্মুখীন হননি। বরং ম্যাচ পরবর্তীত সংবাদ সম্মেলনে আসেন এনামুল হক বিজয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল Bangladesh Cricket : The Tigers এ "Post-match media conference | Anamul Haque Bijoy, বাংলাদেশ" শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে বিজয় সৌম্য সরকারের ব্যর্থতার ব্যাপারে বলেন, "একজন খেলোয়াড়কে নিয়ে আরেক খেলোয়াড়ের মন্তব্য করাটা ঠিক হবে না। আমি মনে করি ম্যানেজমেন্ট ভালো বুঝবে। আমরা সবাই তাকে (সৌম্য) পুরো সাপোর্ট দেব। খেলোয়াড় হিসেবে প্রতিটা খেলোয়াড়কে সমর্থন দেওয়া আমাদের দায়িত্ব।" স্ক্রিনশট দেখুন-- 


অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের পরাজয়ের পর সৌম্য সরকারকে দায়ী করে কোনো মন্তব্য করেননি ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সুতরাং সৌম্যের জন্য বাংলাদেশ ম্যাচ হেরেছে বলে শান্তের নামে ভুয়া একটি মন্তব্য ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories