HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শুধুমাত্র লেবাননে ৮০০ ইসরায়েলি সেনা নিহত হয়নি

বুম বাংলাদেশ দেখেছে, গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে সব ফ্রন্টে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

By - Tausif Akbar | 8 Dec 2024 9:49 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণমাধ্যম সহ বিভিন্ন অ্যাকাউন্ট-পেজ থেকে একটি সংবাদ কিংবা সংবাদের ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। সংবাদের শিরোনামে উল্লেখ করা হয়েছে, লেবাননে ইসরায়েলের ৮ শতাধিক সেনা নিহত। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২১ নভেম্বর স্যাটেলাইট চ্যানেল এসএ টেলিভিশনের ‘SATV’ নামক ভেরিফাইড পেজ থেকে এ সংক্রান্ত খবরের ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "দক্ষিণ লেবাননে একাধিক হা'মলায় ইসরায়েলের ৮ শতাধিক সেনা নি'হত হয়েছেন। যা ইসরায়েলি বাহিনীর জন্য এক বিরাট ক্ষতি।" এছাড়াও ফটোকার্ডে উল্লেখ করা হয় “লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



এসএ টেলিভিশন সহ খবরটি নিজেদের ফেসবুকে প্রকাশ করেছে চ্যানেল ২৪, ডিবিসি নিউজ, দৈনিক ভোরের পাতা, বিডি জার্নাল এবং বিডি২৪ রিপোর্ট

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বুম বাংলাদেশ দেখেছে, শুধুমাত্র লেবাননে নয় বরং গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসহ শুরুর পর থেকে এখন পর্যন্ত সব ফ্রন্টে আট শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আইডিএফ এর ইন্টারন্যাশনাল প্রেস ডেস্ক থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চ্যানেল ২৪ডিবিসি নিউজ এর প্রতিবেদনে খবরটির সূত্র হিসেবে ইসরায়েলের সংবাদমাধ্যম 'জেরুজালেম পোস্ট' এর একটি প্রতিবেদনেরকথা উল্লেখ করে নিবন্ধের লিংকটি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

লেবাননে আইডিএফ সদস্য বেন আমির নিহত হওয়া শীর্ষক (২০ নভেম্বর প্রকাশিত ও ২১ নভেম্বর হালনাগাদকৃত) জেরুজালেম পোস্টের প্রতিবেদনটিতে সংবাদমাধ্যমটি আইডিএফ এর বরাতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে (৭ অক্টোবর ২০২৩ থেকে) মোট ৮০২ জন আইডিএফ সদস্য নিহত হওয়ার তথ্য উল্লেখ করেছে। যদিও সেখানে উল্লেখ করা হয়নি যে এই ৮০২ জন কেবলমাত্র লেবাননেই নিহত হয়েছেন। প্রতিবেদনটির স্ক্রিনশট কোলাজ দেখুন--



যদিও নিশ্চিত হওয়া যায়নি যে জেরুজালেম পোস্টের প্রতিবেদনটি হালনাগাদের আগে ও পরে কী ধরণের পরিবর্তন এসেছে।

বিষয়টি নিয়ে ইসরায়েলের ফ্যাক্ট-চেকার 'Uria Bar-Meir' এর কাছে জানতে চাইলে তিনি বুম বাংলাদেশকে জানান, ৭ অক্টোবর থেকে সব ফ্রন্টে মৃত সৈন্যের সংখ্যা এটি (৮০২)।

এছাড়াও আইডিএফ এর ইন্টারন্যাশনাল প্রেস ডেস্ক থেকেও বুম বাংলাদেশকে নিশ্চিত করা হয়েছে যে, সংখ্যাটি শুধুমাত্র লেবানন নিহতদের নয়। পাশপাশি তারা নিহতদের তথ্য সহ প্রকাশিত অফিশিয়াল তালিকা বুম বাংলাদেশকে পাঠিয়েছে।



দেখা যাচ্ছে সাইটটিতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হয়। এই প্রতিবেদন লেখার সময়ে মোট নিহতের সংখ্যা ছিলো ৮০৬। গত ২০ নভেম্বরের পর চারজনের তালিকা হালনাগাদ করা হয়েছে; সে হিসেবে ২০ নভেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা ছিলো ৮০২। জেরুজালেম পোস্টের ২০ নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া গেছে। 

আইডিএফ এর ওয়েবসাইটে নিহত সদস্যদের তালিকার প্রথম পেজে উল্লেখিত গত ১৭ ১৯ নভেম্বরে নিহত দুইজন সদস্যের (আলোচ্য ৮০২ জনের মধ্যকার) বিস্তারিত তথ্যের অংশের নিহত হওয়ার স্থানে উল্লেখ করা দেখা গেছে 'নর্দান গাজা স্ট্রিপ'। 'নর্দান গাজা স্ট্রিপ'-এ নিহত দুইজন সদস্যের তথ্যের স্ক্রিনশটের কোলাজ দেখুন--



অর্থাৎ নিহত ৮০২ (২০ নভেম্বর পর্যন্ত) জন আইডিএফ সদস্যের সবাই লেবাননে নিহত হননি।

সুতরাং বিভিন্ন মাধ্যমে 'লেবাননে ৮০২ জন আইডিএফ সদস্য নিহত হয়েছেন' মর্মে যে তথ্য প্রচার করা হয়েছে; তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories