সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালে লিংক শেয়ার করে তামিল চলচ্চিত্র অভিনেত্রী মনিকার ইসলাম ধর্ম গ্রহণ করার খবর শেয়ার করা হচ্ছে।। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গগত ২৬ মে 'Reload Hossen' নামের ফেসবুক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে লেখা হয়, "ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলিম হলেন তামিল অভিনেত্রী মনি!"। স্ক্রিনশট দেখুন--
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের খবরটির বিবরণে লেখা হয়েছে, "মুসলিম হলেন তামিল অভিনেত্রী- ইসলামের জীবন দর্শন দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও তারকা মনিকা। গত ৩০ মে মুসলমান হবার পর তিনি নিজের জন্য নতুন নাম পছন্দ করেছেন এমজি রহিমা।" ফলে বিবরণ দেখে খবরটি পাঠকের কাছে সাম্প্রতিক বলে মনে হতে পারে। অনলাইন পোর্টালের খবরের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং ৮ বছর আগের।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, ভারতের পাক্ষিক ইংরেজি সংবাদপত্র মিল্লি গেজেটের অনলাইন সংস্করণে ২০১৪ সালের ২১ জুন 'Tamil Actress Monika converts to Islam' শিরোনামে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
সার্চ করার পর, ভারতীয় আরেকটি ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকল-এর অনলাইন সংস্করণেও ২০১৪ সালের ১ জুন এই তামিল অভিনেত্রীর ইসলাম ধর্ম গ্রহণের খবর প্রকাশিত হতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, ঐ বছরের ৩০ মে তামিল ভাষী চলচ্চিত্রের অভিনেত্রী মনিকা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ইসলাম ধর্ম গ্রহণের তথ্যটি নিশ্চিত করেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম এমজি রহিমা বলেও জানান তিনি। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, খবরটি সাম্প্রতিক নয় বরং ৮ বছর পুরোনো।
সুতরাং ৮ বছর আগের একটি খবর অপ্রাসঙ্গিকভাবে নতুন খবর হিসাবে প্রকাশ করা হচ্ছে একাধিক অনলাইন পোর্টালে, যা বিভ্রান্তিকর।