HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ৭ বছর পুরোনো মরোক্কোর

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৫ সালের উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ক্লাসাবাংকায় আশুরার দিনের ঘটনা এটি।

By - Md Abdullah Khan | 27 Feb 2022 9:28 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে, ভিডিওটিতে দেখা যায় একজন হিজাব পরা নারীকে কয়েকজন পুরুষ উতক্ত করছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

গত ৯ ফেব্রুয়ারি  'FaR HaNツ' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, "আল্লাহ তুমি এই জালেমদের হাত থেকে মুসলিম বোনদের হেফাজত করেন আমিন 😢😢😢😢"। ভারতের কর্ণাটকের একটি কলেজে সম্প্রতি হিজাব নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে এই ভিডিও শেয়ার করার ফলে পাঠকদের ঘটনাটি সাম্প্রতিক মনে করে মন্তব্য করতে দেখা যায়। পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ৭ বছর পুরোনো।

ভিডিওটির কী-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করার পর, 'Morocco World News' নামের মরোক্কো ভিত্তিক একটি সংবাদমাধ্যমে "Morocco: Video of Mob Assaulting Woman on Ashura Day Stirs Outrage" শিরোনামের প্রতিবেদনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৫ সালের ২৮ অক্টোবরে প্রকাশিত হয়েছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে পবিত্র আশুরার দিনে মরক্কোর ক্লাসাবাংকায় রাস্তায় কিছু তরুণ একটি মেয়ের দিকে ডিম, ময়দা এবং পানি ছুড়ে মেরেছিলো। মরক্কোতে ধর্মীয় ছুটির দিন আশুরায় বাচ্চারা আতশবাজি, ডিম সহ বিভিন্ন ধরণের বস্তু ছোড়াছুড়ি করে থাকে। তৎকালে এই ঘটনায় সামাজিক মাধ্যম জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

France 24 এর আরেকটি প্রতিবেদন হতে আরো জানা যায়, সমালোচনার পর ভিডিওতে দেখতে পাওয়া তরুণরা জানায়, মহিলাকে আক্রমণ করেনি, তারা কেবল মজা করছিল।

সুতরাং ৭ বছর পুরোনো মরোক্কোর একটি ভিডিও সাম্প্রতিক তারিখে ঘটনার বিবরণ উল্লেখ ছাড়াই প্রচার করা হচ্ছে হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তির সৃষ্টি করছে।

Tags:

Related Stories