সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালে লিংক পোস্ট করে যুক্তরাষ্ট্রের এক নারী প্রেমের টানে বাংলাদেশে পালিয়ে এসে বাংলাদেশি ছেলেকে বিয়ে করার খবর শেয়ার করা হচ্ছে।। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩০ মে 'Al Haj Sahajan' নামের ফেসবুক আইডি থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে লেখা হয়, "প্রেমের টানে বাংলাদেশে পালিয়ে এসে বিয়ে করলেন মার্কিন নারী"। স্ক্রিনশট দেখুন--
হুবহু একই শিরোনামে প্রকাশিত ওই খবরটির ডেটলাইন লেখা আছে ' ৩০ মে ২০২২' এবং বিস্তারিত অংশে বলা হয়েছে, "'আমি সিংগাপুরে ছিলাম বেশ কয়েক বছর। মূলত এলিজাবেথের সঙ্গে সম্পর্কটা শুরুই হয় ওখান থেকে। ফেসবুকের মাধ্যমে। ২০১৫ সালে বন্ধুত্ব শুরু। আমরা দুই জনেই খ্রিষ্টান ধর্মের হওয়ায় আমাদের সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের সম্পর্কে রূপ নেয়। গত ২ জানুয়ারি এলিজাবেথ বাংলাদেশে চলে আসে। আমরা ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসি। পরবর্তীতে ধর্মীয় রীতি মেনে গত ৬ই জানুয়ারি আমাদের বিয়ে হয়।` কথাগুলো বললেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (২২)। সম্প্রতি তিনি বাংলাদেশে চলে আসা মার্কিন নাগরিক এলিজাবেথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।" ফেসবুকে পোস্ট করার দিনক্ষণ ও খবরের বিষয়বস্তু দেখে স্বাভাবিকভাবে খবরটি পাঠকের কাছে সাম্প্রতিক মনে হতে পারে। অনলাইন পোর্টালের খবরের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং প্রায় ৫ বছর আগের অর্থাৎ ২০১৭ সালের।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম জাগোনিউজ২৪ ডটকমে "প্রেমের টানে বাংলাদেশে পালিয়ে এসে বিয়ে করলেন মার্কিন নারী" শিরোনামে ২০১৭ সালের ২১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, 'আমি সিংগাপুরে ছিলাম বেশ কয়েক বছর। মূলত এলিজাবেথের সঙ্গে সম্পর্কটা শুরুই হয় ওখান থেকে। ফেসবুকের মাধ্যমে। ২০১৫ সালে বন্ধুত্ব শুরু। আমরা দুই জনেই খ্রিষ্টান ধর্মের হওয়ায় আমাদের সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের সম্পর্কে রূপ নেয়। গত ২ জানুয়ারি এলিজাবেথ বাংলাদেশে চলে আসে। আমরা ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসি। পরবর্তীতে ধর্মীয় রীতি মেনে গত ৬ই জানুয়ারি আমাদের বিয়ে হয়।` Jhenidahকথাগুলো বললেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (২২)। সম্প্রতি তিনি বাংলাদেশে চলে আসা মার্কিন নাগরিক এলিজাবেথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ খবরটি ২০১৭ সালের একটি ঘটনার।
জাগোনিউজ২৪ ডটকমে প্রকাশিত এই প্রতিবেদনটিকেই সামান্য পরিবর্তনসহ কপি করে আলোচ্য অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে। অনলাইন পোর্টালের খবর ও মূল খবরের পাশাপাশি স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ প্রেমের টানে যুক্তরাষ্ট্রের এক নারীর বাংলাদেশে চলে আসার ৫ পুরোনো খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।