সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, মাকে ফ্রিজ কিনে দিতে ৩৫ কেজি কয়েন জমিয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোর। এমন কিছু খবর দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ জুন 'Insta Bangla' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি খবর পোস্ট করা হয় শিরোনাম, "মা'কে ফ্রিজ কিনে দিতে ১২ বছরে ৩৫ কেজি কয়েন জমিয়েছে ছেলে"। খবরটির বিস্তারিত অংশে বলা হয়, চলতি বছরে ভারতের যোধপুরের সাহারানপুর এলাকায় ১৭ বছরের যুবক রাম সিং জন্মদিনে তার মা'কে ৩৫ কেজি কয়েন দিয়ে একটি ফ্রিজ কিনে দেন। দীর্ঘ ১২ বছর ধরে ওই কিশোর এসব কয়েন জমিয়েছিলেন বলে উল্লেখ করা হয়। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
পোস্টটির আর্কাইভ দেখুন। এছাড়া খবরটির বিস্তারিত অংশের আর্কাইভ দেখুন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভারতে ৩৫ কেজি কয়েন জমিয়ে মাকে ফ্রিজ কিনে দেয়ার খবরটি পুরোনো। ভারতের একাধিক গনমাধ্যমে খবরটি ২০১৯ সালে প্রকাশিত হয়। তন্মধ্যে '১২ বছর ধরে জমানো ৩৫ কেজি কয়েন দিয়ে মাকে ফ্রিজ কিনে দিল যুবক' শিরোনামে ২০১৯ সালের ১৭ অক্টোবর ভারতীয় গণমাধ্যম জি নিউজ-এ খবরটি প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়, ২০০৭ সাল থেকে এই কয়েনগুলো জমিয়েছেন রাম সিং। জি নিউজের খবরটির স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি দেখুন এখানে।
একই বছরের ১৩ অক্টোবর ভারতের ইংরেজি সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস 'Jodhpur boy spends 12-year savings to gift refrigerator for mother's birthday' শিরোনামে খবরটি প্রকাশ করে। দেখুন খবরটির স্ক্রিনশট--
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটি দেখুন এখানে।
অর্থাৎ ২০১৯ সালে ভারতের এক কিশোরের জমানো কয়েন দিয়ে মাকে ফ্রিজ কিনে দেয়ার পুরোনো খবর নতুন করে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।